ফোন ফ্রড - শিকার হতে পারেন আপনিও
ইন্টারনেট প্রতারণা ও সাইবারক্রাইমের অনেক আগে থেকেই চলে আসছে প্রাসঙ্গিক আরেকটি প্রতারণা - ফোন ফ্রড। ল্যান্ডলাইনের পাশাপাশি এখন তা ছড়িয়ে পড়েছে মোবাইল ফোনের জগতেও। এই ফোন ফ্রডের উপরে সম্প্রতি বাংলাদেশের নানা পত্রপত্রিকায় খবর ছাপা হচ্ছে, তাই এই ফোন ফ্রডের কিছু ব্যাপারে সবাইকে সতর্ক করতে চাই।
ফোন ফ্রড অনেকভাবেই হতে পারে, সোশাল ইঞ্জিনিয়ারিং তো আছেই, যেখানে ফোন করে আপনি লটারি জিতেছেন, বড় অংকের টাকা পেতে এখানে কিছু ফি দেন, এরকম তো আছেই। সেটা নিয়ে হয়েছে অনেক আলোচনা, কিন্তু অন্য রকমের ফোন ফ্রড সম্পর্কে অনেকেই জানেন না।
এরকম ফোন ফ্রডের মধ্যে 809 scam বা Wangiri scam বেশ চালু সারা বিশ্বে, সম্প্রতি বাংলাদেশেও এটা ছড়িয়ে পড়েছে। ব্যাপারটা বোঝার আগে ফোন সিস্টেমের বিলিং চার্জ কীভাবে হয়, তা একটু ব্যাখ্যা করি। অনেক ফোন কোম্পানিই প্রিমিয়াম নাম্বার রাখে, যেখানে ফোন করলে নর্মাল চার্জের পাশাপাশি মিনিট প্রতি সার্ভিস চার্জ দেয়া লাগে ঐ নম্বরের মালিককে। আর আন্তর্জাতিক কলের ক্ষেত্রে ব্যাপারটা আরো গোলমেলে। ধরুন আপনি গ্রামীণফোন থেকে কল করলেন বিদেশের কোনো নম্বরে। সেখানে ফোন করার জন্য গ্রামীণ আপনাকে যা বিল করবে, তার একটা অংশ পাবে যেই নম্বরে ফোন গেছে, সেই ফোন কোম্পানী। আর যদি ঐ নম্বরটা প্রিমিয়াম নম্বর হয়, তাহলে তো কথাই নাই, ফোন নম্বরের মালিক ইচ্ছামত যা চার্জ করে, গ্রামীণ আপনাকেও সেই চার্জ করবে। আর পুরা ব্যাপারটা আইনমোতাবেকই হচ্ছে।
এখন এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে অনেক প্রতারক নতুন ধান্ধা খুলে বসেছে। অসাধু ফোন কোম্পানির সহায়তায় তারা প্রিমিয়াম নম্বর খুলে বসে, তার পর অটোডায়ালার সফটওয়ার দিয়ে মিস কল দিতে থাকে অন্য দেশের নানা জায়গায়। যেহেতু কল করতে হচ্ছেনা, তাদের খরচ নাই আদৌ। আর সফটওয়ার দিয়ে অটো-ডায়াল করাতে দিনে হাজার হাজার এমন মিস কল দিতে পারে।
এমন হাজারটা মিস কল দিলে কেউ না কেউ আগ্রহ বশত কল রিটার্ন তো করবেই, তাই না? ব্যস। এরা পেয়ে বসলো। আন্তর্জাতিক কলের জন্য আপনাকে তো দিতে হবে রেট অনুযায়ী চার্জ, তার উপরে সেই প্রিমিয়াম নম্বর এর ধান্ধাবাজ মালিক যা রেট ধরে রেখেছে, আপনাকে সেটাও দিতে হবে। বলাই বাহুল্য, সেই চার্জটা আকাশ ছোঁয়া।
এই ব্যাপারটার উদ্ভব ঘটে জাপানে, সেখানে এই প্রতারণা পদ্ধতির নাম Wangiri। তবে এখন নানা গরীব দেশ যেমন আফ্রিকা বা ক্যারিবিয়ানের দেশে এই প্রতারণার ব্যাপক বিস্তার ঘটেছে। বাংলাদেশেও সম্প্রতি অনেকে এই প্রতারণার শিকার হয়েছেন বলে পড়লাম।
তাই সাধু সাবধান, অচেনা বিদেশী নম্বর থেকে মিস কল পেলে রিটার্ন কল দিবেন না কখনোই।
(ফোন ফ্রডের আরো অনেক প্রকার আছে, সে নিয়ে আরেকদিন লিখবো)।
(নোট - নাম উল্লেখ না করে লেখাটা অনেকেই কপিপেস্ট করে বেড়াচ্ছেন দেখছি, আমার মূল ফেইসবুক স্ট্যাটাসটার লিংক এখানে দিয়ে গেলাম -
Click This Link )
বাংলাদেশের নির্বাচনে সংখ্যানুপাতিক সিস্টেম কতটা কার্যকর ভূমিকা রাখবে?
শেখ হাসিনা ও আওয়ামী লীগের পতনের পর ড. ইউনূসের সরকার দায়িত্ব ভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি রাষ্ট্রের বিভিন্ন সংস্কার কাজের প্রতিশ্রুতি দেন। নির্বাচন কমিশন ও ভোটের পদ্ধতি সংস্কারের... ...বাকিটুকু পড়ুন
WW3 WARNING ☣️- ব্রিটেন, আমেরিকা,রাশিয়া,ইউক্রেন
এই প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেন। বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য... ...বাকিটুকু পড়ুন
কে আমি.....
কে আমি?.....
Jean-Paul Charles Aymard Sartre (আমরা সংক্ষেপে বলি- জ্যা পল সাত্রে) নাম ভুলে যাওয়া একটা উপন্যাসে পড়েছিলাম, জার্মানীর অর্ধ অধিকৃত ফরাসীদের নিয়ে।
'হিটলারের সৈন্যরা প্যারিস দখল করে নিয়েছে। কয়েকশো মাইল দূরে... ...বাকিটুকু পড়ুন
স্বৈরাচারী দল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না!
বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার জন্য সমাজের একটি বৃহৎ অংশ দাবী জানিয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি কে অনেকে দায়ী করছে কারণ... ...বাকিটুকু পড়ুন
গল্পকে আধুনিকায়নের চেষ্টা
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
বনের... ...বাকিটুকু পড়ুন