এই ছবিটি শেয়ার দিন বা লাইক দিন, তাহলে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত শিশুটি লাইকপিছু ১ ডলার করে পাবে ফেইসবুকের কাছ থেকে, কিংবা ঐ ইমেইলটি ফরোয়ার্ড করুন, তাহলে মাইক্রোসফ্ট, গুগল এরা টাকা দিবে - এই কথাগুলাকে কি সত্যি মনে করেন? দেখা মাত্র লাইক/ফরোয়ার্ড করেন?
দুঃখজনক হলো, ঘটবেনা এরকম কিছুই, বরং আপনার আবেগকে পুঁজি করে ব্যবসা করবে কিছু কুচক্রি ধান্ধাবাজের দল। ইমেইল ফরোয়ার্ড করলে কেউ কখনোই টাকা দিবেনা কাউকে, অথবা ছবির লাইক গুনে দিবেনা কোনো শিশুর চিকিৎসার খরচ।
একই কথা প্রযোজ্য ফেইসবুক লাইক স্ক্যামের ক্ষেত্রেও। প্রায়ই নানা পেইজে ছবি পোস্ট করা হয় এটা বলে, এই ছবিতে ইন্টারেস্টিং কিছু একটা আছে। সেটা দেখতে হলে আপনাকে অমুক শব্দটা লিখে কমেন্ট করতে হবে, তাহলে ছবিটা পাল্টে যাবে। ছবিটা হয়তো রগরগে কোনো কিছুর ইঙ্গিতবাহী কিংবা খুব কিউট বিড়াল ছানার ছবি। কৌতুহল থেকে কমেন্ট দিলেন বা লাইক দিলেন, কিন্তু কিছুই ঘটলোনা। ঘটনাটা তাহলে কী?
সেই একই ব্যাপার, ফেইসবুকে "লাইক ব্যবসায়ী" কথাটা বাংলাদেশে ঠাট্টার ছলে বলা হলেও বাস্তব ক্ষেত্রে এটা নগদ টাকার একটা ব্যবসা। আপনার আবেগ, কৌতুহল এসবকে কাজে লাগিয়ে এরা পেইজে কিংবা ছবিতে লাইক কমেন্ট বাড়াতে থাকে, আর তার সাথে বাড়ে এসব পেইজের দাম। খোদ বাংলাদেশেও এরকম পেইজ বেচাকেনা হয়, আর বিদেশে তো হচ্ছেই। নানা আন্ডারগ্রাউন্ড মার্কেটে বিক্রি হচ্ছে আপনার আবেগ অথবা কৌতুহল।
কাজেই সাধু সাবধান, নিজের আবেগের মূল্য দিন, ফেইসবুকে লাইক ক্লিক করে নয়, বরং কাউকে সরাসরি সাহায্য করুন, আর চোখ কান খোলা রেখে কমনসেন্স প্রয়োগ করুন।
[মূল লেখার লিংক]
সম্পর্কিত কিছু লিংক -
ইমেইল ফরোয়ার্ডিং স্ক্যাম এর তালিকা - Click This Link
ফেইসবুক লাইক স্ক্যামের উপরে একটি পোস্ট - http://daylandoes.com/facebook-like-scams/