উপযাচক স্মৃতি
সায়ন্তন রফিক
--------------------------
কেউ কেউ অকারণে
মনে পড়ে যায় যখন তখন চিরকাল।
স্মৃতির আকাল নেই
তবু তারই স্মৃতি কেন বার বার
নিঃশব্দ আঁধারে আমার দরজায় কড়া নাড়ে
একা ঘরে অনধিকার প্রবেশ করে
উন্মাতাল সঙ্গী হয়ে উঠে!
যাকে কোনো প্রয়োজন ছিলো না আমার কোনোকালে
পড়ন্ত বিকেলে আজ গুমোট গরমে সে-ই
শব্দ করে বৃষ্টি হয়ে ঝরে
অবিরাম হৃদয়ের আঙিনা ভেজায়।
জীবনের অবশেষ বুঝি
তারই উপযাচক স্মৃতি
করুণায় কেড়ে নিতে চায়।
(গ্রন্থ – আমি নৈঃশব্দ্যকে আগলে রাখি)
(ছবি আন্তর্জাল থেকে সংগৃহীত।)
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২১ সকাল ৯:৩৩