তিনি অবশ্যই গুরুত্বপূর্ণ কবি
------------------------------
মুহাম্মদ সামাদ-এর কবিতা অনেকেই পড়েনি। পড়তেই হবে তার কোনো মানে নেই। আমরা এক জীবনে কজনকেই বা পড়তে পারি। বাংলা ভাষা ও সাহিত্যের এখন পর্যন্ত প্রধান পুরুষ রবীন্দ্রনাথ কে ভালোভাবে কজন পড়েছি। এতো যে জীবনানন্দ জীবনানন্দ করি, সেই জীবন বাবুকেই কজন ভালোভাবে পড়েছি। সুতরাং মুহাম্মদ সামাদকে না পড়া দোষের কিছু নয়। আগ্রহী পাঠকদের জন্যে আন্তর্জাল থেকে সংগৃহীত তার কয়েকটি কবিতার
কয়েকটি চরণ -
মুজিব আমার পরশপাথর
পবিত্র নিষ্পাপ
মুজিব আমার বাংলাজুড়ে
একটি লাল গোলাপ।
(মুজিব)
পিতা, তোমার পাইপ চৌচির চশমা গুলিবিদ্ধ লাল পাঞ্জাবি
প্রিয় চিত্রল হরিণ গাভীর সজল চোখ আদরের পায়রারা
তোমার রবীন্দ্রসংগীত বিদ্রোহী কবিতা
তোমার টুঙ্গিপাড়া তোমার বত্রিশ নম্বরের রক্তধারা আজ প্রার্থনারত
(পিতা, আজ আমাদের শাপমুক্তি)
পাখির পাখায় হাওয়ায় হাওয়ায়
গাঁয়ে গঞ্জে মাটিতে পাহাড়ে
পদ্মা মেঘনা যমুনার তীরে
উথাল ঢেউয়ে ছাব্বিশে মার্চ
শেখ মুজিবের ডাক আসে:
(স্বাধীনতার সূর্য ওঠে)
তিনি অবশ্যই বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ এক কবি ... ... ...
বিশেষ দ্রষ্টব্য – একজন শিক্ষক, কবি বা লেখক হওয়ার আগে সৎ মানুষ হওয়া প্রয়োজন। আর একজন সৎ মানুষ সাদাকে সাদা এবং কালোকে কালোই বলে। বিশেষ পরিস্থিতিতে, বিশেষ পরিবেশে ভিন্ন কথা বলে না।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৭