বছরের সেরা গান বিষয়ক কল্পনা
-----------------------------------
*খবর – সংগীতপ্রেমী শ্রোতাদের ভোটে এ বছরের সেরা গান নির্বাচিত হয়েছে সুপারহিট চলচ্চিত্র “পেঁয়াজ কেন কাঁদায়”-এর “ দে দে পেঁয়াজ দে পেঁয়াজ দে পেঁয়াজ দে রে
হামে পেঁয়াজ দে ... ”।
**অভিযোগ – বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ গানটির নির্মাতার বিরুদ্ধে নকলের অভিযোগ করেছেন। তাদের মতে কবি জসীম উদদীনের লেখা এবং আব্বাস উদ্দিনের গাওয়া -
“আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে ...” গানটির সুর নকল করে বাপ্পি লাহিড়ী “শরাবি” চলচ্চিত্রে কিশোর কুমার ও আশা ভোঁসলের জন্যে একটি গান নির্মাণ করেন। গানটি হচ্ছে –
“ দে দে পেয়ার দে পেয়ার দে পেয়ার দে রে
হামে পেয়ার দে ...”।
তারা বলছেন যে, এ গানটির সুর নকল করেই এ বছরের নির্বাচিত সেরা গানটি নির্মাণ করা হয়েছে। তারা বাংলা চলচ্চিত্রে হিন্দি গানের অনুপ্রবেশের বিষয়টিরও সমালোচনা করেন।
***বিশেষ অজ্ঞদের মত – সাংবাদিকদের কথা সঠিক হলেও সর্বকালের রেকর্ড ভঙ্গকারী এ গানকে বছরের সেরা গান নির্বাচন সঠিক হয়েছে।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৭