আবরারের দুঃখিনী মা
-----------------------
সায়ন্তন রফিক
কেউ কাঁদছে
শুনতে পাচ্ছো
কুমারখালি থেকে ভেসে আসছে ভেজা বাতাসে কান্নার ধ্বনি
শুনতে পাচ্ছো
কেউ কাঁদছে।
ফেনী নদী অসহায়
তার জল চুরি হয়ে যাচ্ছে নিশিদিন
দানের গৌরব মিথ্যে।
তিস্তা পদ্মা জানে এ দানের মানে
তাই পদ্মার তিস্তার জল শব্দহীন বয়ে যাচ্ছে উদাসীন।
বয়ে যেতে যেতে কান পেতে তারাও শুনেছে
কেউ কাঁদছে কেউ কাঁদছে
যেন কার আহাজারি বাতাস করেছে ভারি!
তুমি শুনতে পাচ্ছো
বুঝতে পারছো
এ আহাজারি কার?
সে নয় কেবল আবরারের দুঃখিনী মা
মা সে তোমার আমার।
যদি চুপ করে থাকো
একদিন তোমরাও হয়ে যাবে শহীদ আবরার
তোমাদের মায়েরাও হবে আবরারের দুঃখিনী মা।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৬