বানরবচন
----------------------
হচ্ছেটা কী
ভাবছি বসে তাই
শেয়ার বাজার মরছে ধুকে ব্যাংকে টাকা নাই।
কিন্তু দেখো
কতো টাকা ঘরে বন্দি কে রাখে তার খোঁজ
রাত নামলেই টাকা ছোটে নেতার বাড়ি রোজ।
ক্যাসিনোতে
উড়ে টাকা নানা রকম মদের বাড়াবাড়ি
আমরা শুধু কলা নিয়েই করি কাড়াকাড়ি।
অবশেষে
দুর্নীতিতে শূন্য সহ্যনীতি
এবার দেশের হবেই একটা গতি
ভাবছে সবাই
আমরা শুধু কলার পানে তাকাই।
জানি টাকা ভীষণ বাঁকা যায় না যে সব ধরা
টাকার জন্যে কে জানে কার ভাগ্যে আছে ফাঁড়া।
ভাবছি সত্যি
এ কি শূন্য সহ্যনীতি
না কি আমাদের সেই পিঠা ভাগের গল্প
টাকা নয়কো
কলার আশায় বসে আছি বুঝি অল্প স্বল্প।
আমরা শুধু
কলাই চিনি টাকার জন্যে লোভ যে নেই এক রত্তি
আমাদের যে
জ্ঞাতি নয়কো মানুষেরা এই কথাটি সত্যি।
টাকার লোভে
যে সব কাণ্ড ঘটে মানবলোকে
কলার লোভে
সে সব কভু হয় না বানরলোকে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪