হে বাংলাদেশ ভালো আছো তো
------------------------------------------
সায়ন্তন রফিক
---------------
আজ ভোরে ঘুম থেকে জেগে
দেখি জানালার কাঁচে জমা বিন্দু বিন্দু জল
কেন যে হঠাৎ মনে হলো তোমার কান্না জানি না।
হে আমার প্রিয় বাংলাদেশ
বেদখল হলো মন তোমার ভাবনায়
ভেসে গেলো ভৈরবীর মোহনীয় সুর
কৌশিকীর গায়কির শরীরের স্বরের সুন্দর।
বৃষ্টি ভেজা এই ভোরে
জানতে ইচ্ছে হলো
হে বাংলাদেশ ভালো আছো তো?
তোমার বুক জুড়ে এখন
বানভাসি মানুষের আহাজারি
এডিস মশার সীমাহীন প্রজনন ডেঙ্গুজ্বর মহামারী কাণ্ড
গুজবের ভয়ার্ত বাতাস
বাতাসে উন্মাদ শূকরের ঘ্রাণ
গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় ভীরু কাপুরুষ সব হয়ে উঠে পালোয়ান
থেতলে দেয় রেনুদের নরম শরীর।
শিক্ষা প্রতিষ্ঠানে উপাসনালয়ে
বাসে লঞ্চে ট্রেনে অফিসে দোকানে কারখানায়
বাড়িতে রাস্তায় লম্পটেরা হায়েনা এখন
ছিঁড়েখুঁড়ে খায় নুসরাত রুপা ও তনুদের সম্ভ্রম জীবন
শিশু কিংবা বৃদ্ধা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে।
এই সব দেখে তুমি কি শোকে বিহ্বল
তাই কি তোমার চোখে জল?
হয়তো বুঝি তবু না বোঝার ছল করে
জানতে ইচ্ছে করে
বৃষ্টি ভেজা এই ভোরে
হে বাংলাদেশ ভালো আছো তো?
তোমার সহিষ্ণুতা সম্প্রীতি
প্রশ্নবিদ্ধ করে মিথ্যা অভিযোগে স্বার্থান্বেষী কেউ কেউ
অভিযোগ মিথ্যে নয় বলে কাউকে খুশি করতে চায় কেউ
বিচারের দাবি নিয়ে আদালত থেকে ফিরে আসে কেউ
মাথানিচু করে!
স্বঘোষিত প্রেমিকেরা নানা কথা বলে সতর্কে এড়িয়ে যায়
কিংবা ভয় পায়
উত্তোলিত কোনো অদৃশ্য আঙ্গুলে!
তবু কী বিপুল পরমত সহিষ্ণুতা দেখো
গ্রামে গঞ্জে শহরে বন্দরে সবখানে হাতগুলো তর্জনীবিহীন
মূক ও বধির সব কোনো শব্দ নেই চায়ের টেবিলে ঝড় নেই।
দেখে দেখে নির্বাক অন্তরে বুঝি জ্বলে
ক্ষোভের অনল
তাই কি তোমার চোখে জল?
হয়তো বুঝি তবু না বোঝার ছল করে
জানতে ইচ্ছে করে
বৃষ্টি ভেজা এই ভোরে
হে বাংলাদেশ ভালো আছো তো?
তোমার চারপাশে বসে আছে
ওত পেতে ভয়ঙ্কর শিকারীরা বিদেশি বিভাষী
হাতে হাতে মায়াবী নিপুণ ফাঁদ ঝলমল।
ওরা জানে পাহারায় নেই স্থলে বাঘ সিংহ ঐরাবত কোনো
জলে নেই হাঙর কুমির তিমি
কিছু চতুর বেড়াল পোষমানা কুকুর
মাঝে মাঝে বাঘ ও সিংহের মুখোশ পরে বেড়ায় ঘুরে
জনপদে অকারণে আতংক ছড়ায়।
তাই তারা ফাঁদ নিয়ে হাতে সময়ের অপেক্ষায় সময় কাটায়।
একদিন ওদের সহজ শিকার হবে এই ভেবে
তোমার হৃদয় বুঝি শঙ্কিত শীতল
তাই কি তোমার চোখে জল?
হয়তো বুঝি তবু না বোঝার ছল করে
জানতে ইচ্ছে করে
বৃষ্টি ভেজা এই ভোরে
হে বাংলাদেশ ভালো আছো তো?
প্রতিধ্বনি শুনি টেকনাফ থেকে তেতুলিয়ায়
আমি ভালো নেই আমি ভালো নেই আমি ভালো নেই ...
(সংক্ষেপিত)
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩৪