পরের জন্মে আমি আওয়ামীলীগ হব
বিএনপি হবা তুমি,
আখি আর পপি জামায়াত হবে-
লাংগল হবে সুমি।
তমা, যুথী ওরা জাকের পার্টি,
ধরবে গোলাপফুল,
নীলা, প্রিয়া, বিথী প্রতীক না পেয়ে
ছিড়বে মাথার চুল!
সীমা, দিলরুবা চরমোনাই।
ওদের মার্কাটা হাতপাখা,
বাকি সব হবে স্বতন্ত্র।
আমি বলমু তাগোরে, "চা খা"!
আমি জিতলেই জিতে যাবে দেশ
বাকিরা খাইবে পোংগা,
ধরাইয়া দিবো তাহাদের হাতে
একটা মুড়ির ঠোংগা!
আগামী জন্মে রাজনীতি করুম
এ জন্মে পারমু না,
প্রেম দিবা কইয়া ছ্যাকা দিলা যারা
তখন আর ছারমু না!!