শায়মা আপা, কোথায় তুমি? করছো এখন কি কি?
তোমায় নিয়ে স্বপ্নটা রোজ চোখ বুজলেই দেখি!
স্বপ্নে দেখি কিনছো তুমি নমিনেশন পেপার,
মিছিল মিটিং হচ্ছে যেন খুব এলাহী ব্যাপার!
“আমার আপা তোমার আপা সবার আপা শায়মা,
দেশের দশের জনগনের কারো টাকাই খায় না।
ঘুষ দেখলে পুশ করে দেয়, দূর্নীতি তার নানা,
মায়ের মত পালে না সে ক্যাডার নামের ছানা।
বড়লোকরা আপা ডাকে, গরীবরা কয় খালা,
গরীব পেলে দান করে দেয় ভিক্ষা করার থালা।
সবাই বলছে, শায়মাকে চাই, শায়মাকে খুব দরকার,
এই দেশটার খুব প্রয়োজন শায়মা আপার সরকার”।
গনজোয়ার বাড়লো এবার, উঠলো মানুষ জেগে,
বাকি যত দল ছিল, তার সবাই গেল ভেগে।
“শায়মা আপার মার্কা কোনটা, জানা কি আছে কারু?
ভোট ভোট ভোট ভোট চেয়ে যাই, মার্কা এবার ঝাড়ু”!
কাঁপছে আকাশ, কাঁপছে বাতাস, দিচ্ছি স্লোগান - কেশে।
সবাই দেখি ভোটও দিচ্ছে ভোট কেন্দ্রে এসে।
কমিশনও রেজাল্ট দিলো নির্বাচনের পরে-
শোকের ছায়া আসলো নেমে সবার ঘরে ঘরে।
ঘটনা কি? সবাই এতো পাইলো কেন চোট?
জানা গেল ঝাড়ু পাইছে একটা মাত্র ভোট!
ভোটটা ছিল দামী,
ভোট দিছিলাম আমি!
কাঁদতে কাঁদতে ঘুম ভেঙ্গে যায়, বালিশটা যায় ভিজা,
গরীব বইলা আইজকা আমার স্বপ্ন হইছে মিছা।