বিজিএমইএ ভবনের সামনে পোশাকশ্রমিকদের অবস্থান
০৪ ঠা অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেই সাথে ছবিতে আর একটি ইস্যূ দেখুন, বিজিএমই ভবনটি কোথায় ? একেবারে হাতির ঝিল এর মাঝখানে। এটা কিভাবে সম্ভব হলো ? রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের পদ্মা গার্মেন্টসের কয়েক শ শ্রমিক আজ সোমবার সকাল সাড়ে আটটা থেকে বিজিএমইএ ভবনের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন। কারখানার বন্ধ হয়ে যাওয়া সুইং ইউনিট চালু এবং ওই ইউনিটের শ্রমিকদের সাড়ে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে তাঁরা অবস্থান কর্মসূচি শুরু করেন। সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শ্রমিকেরা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান করছেন।
শ্রমিক, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ সম্প্রতি তাদের সুইং ইউনিটটি বন্ধ করে দেয়। এতে ওই ইউনিটের শ্রমিকদের চাকরি চলে যায়। সাড়ে তিন মাসের বেতনও বকেয়া আছে। শ্রমিকেরা আজ সকাল আটটার দিকে সুইং ইউনিট চালু করে তাঁদেরকে চাকরিতে পুনর্বহাল এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে পদ্মা গার্মেন্টসের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আধঘণ্টা পর তাঁরা একই দাবিতে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন।
পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, শ্রমিকেরা কয়েকটি দাবিতে বিক্ষোভ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন আছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
" ভয়ংকর সুন্দর "
তুমি মানুষটা প্রকাশ্যে অন্য কারুর হলেও কল্পনায়
তুমি একান্তই আমার।তোমায় নিয়ে আমার হাজার গল্প
গুলো মৃত্যু পর্যন্ত আমি আমার বুকের গভীরে লুকিয়ে রাখব।
তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে... ...বাকিটুকু পড়ুন
এ গানের উপর একটা পোস্ট লিখেছিলাম গত বছর। আজকে এ-আই জেনারেটেড কভার সং-এর দুটো ভার্সন শেয়ার করবো। তার আগে গত পোস্টে যা লিখেছিলাম, সামান্য এডিট করে সেটাই তুলে দিলাম এ... ...বাকিটুকু পড়ুন

মানুষের জীবনে ব্যর্থতা আসবে। এটা স্বাভাবিক। কিন্তু বিফল হলেই আমাদের থেমে যাওয়া কি উচিৎ? এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে উপরের মানুষটির কথা মনে করতে হবে। এই মানুষটির নাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নিয়ে আমি বড়ো স্বপ্ন দেখি না , দেখা উচিতও না । প্রিয় এনসিপি তোমরাও বড়ো স্বপ্ন দেখতে যেয়ো না । কারণ যে দেশে অধিকাংশ মানুষ পরিবারতন্ত্র মেনে চলে ,... ...বাকিটুকু পড়ুন

যখন তোমার বান্দা অহঙ্কারী হয়, তুমি তো তা দেখ,
কী শাস্তি আমার পাওনা হিসাবের খাতায় লেখ;
আমি হারাই পথের দিশা,
জীবনে নেমে আসে সহসা অমানিশা।
কখনো দাও রোগ বালাই,
কষ্টে ভোগে প্রার্থনায় তোমারেই...
...বাকিটুকু পড়ুন