














বিটিভি সম্পর্কে কিছু মূল্যবান তথ্য
১. বাংলাদেশ টেলিভিশন ভবনের ভেতর মশায় ভরা। কোন রুমে এক জায়গায় এক মিনিট দাড়ালেও অন্তত ৫ টা মশার কামোড় খেতে হবে। একজনকে জিজ্ঞেস করেছিলাম, স্যার এত মশার মধ্যে আপনারা টকশো দেন কি ভাবে ? স্যার বললো, ইয়েস, একদিন তো আমি হাত দিয়ে এভাবে একটা ধরে ফেলে সারাক্ষন বসেছিলাম।
২. সরকার বিটিভি কে গত বছর ১৩ কোটি টাকা বাজেট দিয়ে ছিল। এবছর ১৫ কোটি।
৩. অবশ্যই নানা অনিয়মের পরও, গত বছর বিটিভি আয় করেছে ১০০ কোটি টাকা এবং বরাবর তাই করে।
৪. বিটিভি এখনও যে সবযন্ত্র পাতি দিয়ে চলে তা পৃথিবীর দরিদ্রতম দেশও অন্তত ২০ বছর আগে ফেলে দিয়েছে।
৫. টিভি স্টেশনের মূল বিষয় হলো রেকর্ড, বিটিভি এখনও তার অনুষ্ঠান বেটাক্যাম স্যালুলয়েড ফিতায় ধারন করে। এবং এক একটি ক্যাসেট ২০০ বার রিইউজ করা হয়।
৬. বিটিভি ট্যারেষ্টারিয়াল চ্যানেল হওয়ায় এর মাধ্যমে দেশের শত ভাগ মানুষের কাছে তথ্য নিয়ে পৌছানো যায় যেখানে স্যাটালাইট টেলিভিশন সর্বোচ্চ ২০% মানুষের কাছে পৌছায়।
৭. বিটিভির মোট জনবল ১২০০
৮. বিটিভির হাতে আরও একটি ভিএইচএফ (ভেরি হাই ফ্রিকোয়েন্সি) ফুল সেটআপ দেয়া অবস্থায় আছে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১০ দুপুর ২:৪২