১.কোন ঘটনা পুরোপুরি না জেনে মন্তব্য করোনা।--টমাস কিল।
২.নীচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।-হযরত আলী (রা
৩.যে লোক কম কথা বলে বা চুপ করে থাকে সে অনেক বিপদ আপদ থেকে বেচে যায়।-আল হাদীস।
৪.অসুস্থ লোকের চিন্তা ভাবনাও অসুস্থ থাকে।-বেন জনসন।
৫.প্রত্যেক মানুষের বিশ্বাস তার নিজের কাছে ঠিক।-কুপার।
৬.যে অল্প জানে সেই তার জানাকে বারবার পুনরাবৃত্তি করে।-টমাস
এডিসন।
৭.সবাই প্রশ্ন করতে পারেনা।বুদ্ধিমানরা প্রশ্ন কেবোকারা তর্ক করে।-বার্ট্রান্ড রাসেল।
৮.একজন বোকা লোক একদিনে যে পরিমাণ প্রশ্ন করতেপারে বুদ্ধিমান লোকেরা এক বছরেও সেই প্রশ্নগুলোর জবাব দিয়ে শেষ করতে পারবেনা।-অজ্ঞাত
৯.সংকীর্ণ মানসিকতা যতখানি অশান্তি আনে ততখানি আর কিছুতেই আনতে পারেনা।-ফ্রাংক পুটনাম।
১০.চিন্তা কর বেশী বল অল্প,লেখ তার চেয়েওকম।-জন রে।
১১.ভেবে উত্তর দাও,নতুবা পরে লজ্জিত হবে।-এরিষ্টটল।
১২.প্রমাণ না পেয়ে কাউকে অবিশ্বাস করোনা।-সিডনী স্মিথ।
১৩.নীরব থাকলে ভালো না হোক ক্ষতির সম্ভাবনা খুব কম।-রিচার্ড বার্থওয়েট।
১৪.কথা বলতে অনেকক্ষণ চিন্তা কর তারপরে মুখ দিয়ে বের কর।-প্লেটো।
১৫.যে যুক্তি দিয়ে কথা বলতে পারে সে একটা বিশেষ কিছু করতে পারে।-স্যামুয়েল কুট।
১৬.একজনের ভুল ধরিয়ে দেয়া আর তাকে সত্যের সন্ধান দেয়ার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে।-জন লুক।
১৭.কথা বলার পূর্বে চিন্তা করে দেখ সেটা বলা ঠিক হবে কিনা।-রাস্কিন।
১৮.যারা মুখোশ পরে দেশের সেবায় এগিয়ে আসে তারাই সবচেয়ে বড় দেশদ্রোহী।-টমাস মুর।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৮ সকাল ১১:৩১