
(কিছুদিন আগে আমার গাড়ি-পাগল পোলা’কে Alphabet শেখানো বিষয়ে এই পোষ্টটি দিয়েছিলাম; অনেকে তাদের পিচ্চি’দের জন্য বইটার মূলকপি নিয়েছিলেন আমার কাছ থেকে। বেশকিছু সংযোজন সহ বইটি ফাইনাল করলাম আজ, আবার সবার সাথে শেয়ার করলাম)
আমার ৩ বছরের ছেলে রাদিল, গাড়ি পছন্দ অসম্ভব রকমের। অধিকংশ ছেলে বাচ্চা’ই সম্ভবত গাড়ি পছন্দ করে, কিন্তু আমারটার অতিরিক্ত রকমের। তার গাড়ির যন্ত্রনায় আমরা মুটামুটি অতিষ্ট,


তখন ওর বয়স ২ বছর, একটা ধর্মীয় অনুষ্ঠানে, সবার সাথে ও মোনাজাত ধরেছে। হুজুর ইহলোক-পরলোক এর শান্তির জন্য আল্লাহুর কাছে বিভিন্ন জিনিস চাচ্ছেন, সবাই আমরা আমিন্ আমিন্ বলছি। হঠাৎ ও জোরে বলে ঊঠেছে "আল্লাহ গাড়ি দাও"। সবার তো হাসিতে দম ফাটা অবস্থা, তাড়াতাড়ি হুজুর মোনাজাত শেষ করে সম্মান বাচালেন।



গাড়ির প্রতি তার বিশাল মমতা, কখনও গাড়ি ভাঙ্গে না, এমন কি টিভিতে গাড়ি এক্সিডেন্টের কোন ভিডিও দেখলে সে চিৎকার দিয়ে কান্না শুরু করে। আমরাও তাকে এটা নিয়ে বাধা দিইনা, বরং সাধ্যমত তাল দিয়ে যাই; দেখি কত দিন এ মোহ থাকে! কিন্তু কমার কোন লক্ষন দেখছি না, বরং ইদানিং আর এক ধাপ উন্নতি হয়েছে, বাইরের গাড়িতে তার আর মন ভরছে না, সে নিজেকেই এখন গাড়ি ভাবতে শুরু করেছে


তার একখানা যন্ত্র আছে... সেটা যখন স্বাভাবিক থাকে তখন সেটা ‘রকেট’, যখন বের হয় তখন সেটা ‘সিংকাঞ্ছেন’ আর যখন সেটা থেকে পানি বের হয় তখন সেটা ‘ফায়ার ট্রাক’


সেদিন আমি তাকে গোছল করানোর জন্য মাথায় পানি ঢালতে গেছি, সে আমাকে বল্ল একটু থাম, তারপর মাথা থেকে কি যেন খোলার অভিনয় করে পাশে রাখল। আমি বললাম কি রাখলে? বল্ল, পুলিশের গাড়ির সিগনালটা খুলে রাখলাম, ভিজে যাবে তো তাই! এমন অনেক অনেক কাহিনী...
যাহোক আসল কথায় আসি, ইদানিং তার মা তাকে দু-একটা অক্ষর চেনানোর চেষ্টা করছে। এমনিতেই ডে-কেয়ারে জাপানীজদের সাথে থেকে থেকে জাপানীজ শিখছে! তাই ঘরে কিছু বাংলা-ইংরেজী তামিল দেওয়ার চেষ্টা। কিন্তু কে শোনে কার কথা! ওর মা বিভিন্ন ছবি দেখিয়ে, নেচে, গেয়ে বলে, বল বাবাঃ অ, আ, ক, খ... A, B, C, D… আর ছেলে বলতে থাকে প্যাঁ পুঁ... ভুঁ ভুঁ...পিঁক পিঁক...

হ্যাঁ, কাজে দিয়েছে... বই পড়ানোর জন্য এখন আর তাকে ডাকতে হয় না, সারাক্ষন সেটা বোগলে নিয়ে ঘুরে, রাতে মাথার কাছে নিয়ে শোয়, এই ক’দিনের মধ্যেই সে সব গুলো অক্ষর শিখে গেছে। কোথাও কিছু লেখা দেখলে সেটা পড়তে চেষ্টা করে...
সবাই কে THANKS !! ‘T’ for Train, ‘H’ for helicopter, ‘A’ for ambulance… [img|http://media.somewhereinblog.net/images/thumbs/radil_1285613155_1-1.jpg



























(কৃতজ্ঞতাঃ গত পোষ্টে যারা মন্তব্য করেছেন; বিশেষ করে ব্লগার ‘অরণ্য সৌভিক’, যার কিছু সাজেশন এই পর্বে যুক্ত করেছি)