অনেকেই আছেন বাংলাদেশ থেকে প্যালেস্টাইনিদের সাহায্যে অংশ নেওয়ার জন্য আমাকে নক করেন। নিচে কিছু সাহায্য সংস্থর ঠিকানা দেয়া হলো।
বাংলাদেশ থেকে প্যালেস্টাইনিদের সাহায্যে অংশ নেওয়ার জন্য কিছু বাস্তব ও প্রাসঙ্গিক আইডিয়া দিচ্ছি বিশেষ করে আপনি যদি ছাত্র, চাকরিজীবী বা সাধারণ সচেতন নাগরিক হন:
ছাত্র হলে:
ক্যাম্পেইন চালানো:
নিজের শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার, আলোচনা, সেমিনার আয়োজন করুন।
ফান্ডরেইজিং:
বন্ধুদের নিয়ে ছোট একটা উদ্যোগ নিন পকেটমানি থেকে সাহায্য করে অর্থ সংগ্রহ করুন এবং কোনো বিশ্বস্ত এনজিওতে দিন।
সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা:
বাংলায় বা ইংরেজিতে ইনফোগ্রাফিক, রিল, পোস্ট বানিয়ে সত্য তথ্য ছড়িয়ে দিন। ভুল তথ্য ঠেকাতেও ভূমিকা নিন।