অপশন এক : শিবিরের লাগানো গাছ উপরায়া ফেলানো
অপশন দুই : ওদের চাইতে ডাবল-২০ লাখ গাছ লাগানো !
আপনাগো যতখানি চিনছি, প্রথমটা ছাড়া আপনারা আর কিছু শেখেন নাই । কিন্তু তাকায়া দেখে শিবিরের দিকে । একেরপর এক ভালো কাজ করতেই আছে । ওদেরকে কিভাবে ঠেকাবেন ? আর কতদিন গায়ের জোরে ঠেকায়া রাখবেন । ওদের মত ভালো কাজ আপনারাও শুরু করেন ।
ওরা এপ্লাস পাওয়া হাজার হাজার ছাত্রছাত্রীগো দলে ভিড়াইতেছে । কিভাবে ? ওদের চাইতে কি আপনাগো টাকা কম ? ওরাতো চান্দাবাজী করেনা । টেন্ডারবাজী চান্দাবাজী সবতো আপনারাই করেন । সরকারে থাকলে ৬০ % আর সরকারে না থাকলে ৪০ % । এই টাকার কিছুটা অংশ অন্তত খরচ করেন । ভালো ভালো প্রগ্রাম করেন । আপনাগো ওপর বিতৃষ্ণ হয়ে যাওয়া ছাত্ররা কিছুটা আস্থা ফিরে পাক । ওরা মুক্তিযোদ্ধার ছেলেমেয়ের বাবার সনদ পরীক্ষা করে তারপর স্কলারশীপ দেয় । কত বড় দু:সাহস । আপনারা কি করেন ? আজ পর্যন্ত এমন কাজের চিন্তা কখনো মাথাতে আনতে পারছেন ? পারেন নাই ।
আজ এই যে লাখখানেক শিবির সারা দেশে গাছ লাগানো শুরু করতেছে-এর ইফেক্ট কতদুর যাইবো, ভাবতে পারেন ? মানুষের কাছে ওদের পরিচয় ক্যামন হইবে আর খুন-চান্দাবাজী-কোন্দল-দলাদলিতে অভ্যস্থ এন্টি শিবিরের পরিচয় কি হইবে !
ভালো কাজ করেন । খারাপ কাজ কইরা ওগোরে ঠেকাতে পারবেন না। যারা ভালো কাজ করে তাগো দাপট রাষ্ট্রক্ষমতার ওপর নির্ভর করেনা । সরকারে থাকুক আর না থাকুক, টিপু সুলতানের কথার সেই সিংহের জীবন যাপন করা যায়-শৃগালের মত চোর-জীপন যাপন করতে হয়না ।