সিরিজের থার্ড পোস্ট লিখছি আজকে, ফাস্ট পোস্টের বেশিরভাগ ছিল অল্টারনেটিভ রক/হার্ড রক আর সেকেন্ডটায় ছিল সবই পোস্ট গ্রান্জ। আজকেরটা জাঁনর স্পেসিফিক না, বরং ছ্যাঁকামাইসিন


Shinedown – 45
গত প্রায় দশবছর ধরে রক/হার্ডরকে জাঁনরে শাইনডাউন আমার টপচয়েজেই থাকে। শুনে দেখতে পারেন চাইলে ওদের যেকোন এলবাম, টাইম নষ্ট হবেনা। একযুগ আগের ব্যান্ড, যদিও অরিজিনাল লাইনআপের ভোকাল ব্রেন্ট স্মিথ আর ড্রামার ব্যারি কার্চ ছাড়া কেউই আর নেই, নতুনরাও গানের টাইপ সমান যোগ্যতায় ধরে রেখেছে এখনও। শাইনডাউন পয়লাবার আমার নজরে আসে এই ৪৫ গানটার কল্যাণে। একদম পয়লা এলবাম, ২০০৩ সালের Leave a Whisper এর গান, সোজা ইউএস মেইনস্ট্রিম রকচার্টের তিন নাম্বারে চলে গিয়েছিল। সমসাময়িক পোস্ট গ্রান্জ/হার্ডরক ব্যান্ডগুলোর এতটা ইমোশানালি চার্জড গান কমই ছিল। ৪৫, আক্ষরিক অর্থে বোঝায় ৪৫ ক্যালিবারের স্মলআর্মসকে; কিন্তু গানের লিরিকসের অন্তঃনিহিত মানে অন্যরকম, স্মিথ নিজেও সেরকম বলেছেন ইন্টারভিউগুলোতে। সাপোজ, কোরাসের লাইন কয়টা দেখেন-
And I'm staring down the barrel of a 45,
Swimming through the ashes of another life
No real reason to accept the way things have changed
Staring down the barrel of a 45
স্মিথ বলছেন, এই গানটা লেখা শুধুই একজন মানুষের ড্রীম আর রিয়েলিটির পার্থক্যের বহিঃপ্রকাশ এই গানের কথা, আর স্পেসিফিকালি বললে হতাশাটুকু। অপরকে খুশি করার জন্য নিজস্ব যে বৈশিষ্ট্য একজনের, তার ব্যর্থতাটুকু কতটা হতাশার জন্ম দেয় সেটার প্রকাশ দেখবেন লাস্ট ভার্সে And nobody knows what I believe I believe....
স্টার্টিং-এ গানটা খুবই সফট, মাইল্ড মনে হবে। সময়ের সাথে সাথে ফ্রাস্টেশনগুলো বের হতে থাকবে, এবং ফিনিশিং-এ চূড়ান্তরকমের এক্সজস্টেড করে ছাড়বে শ্রোতাকে। ভিডিওটাও চমৎকার বলতে হবে। তবে লিরিকসটা কোন কোন জায়গায় বেশি এগ্রেসিভ হয়ে যাওয়ায় এমটিভিতে এটার পরিমার্জিত লিরিকসসহ একটা ভার্সন প্রচারিত হয়, এবং সেটা শাইনডাউনের অনুরোধেই (অরিজিনালটা না দেখাতে রিকোয়েস্ট করেছিল ব্যান্ডটা)। ট্রাই করতে পারেন, যদি নিচের লিংক দিয়ে ইউটিউব খুলতে পারেন


ইউটিউব লিংক, যদি খুলতে পারেন!
Three Days Grace – Home
প্রায় তিনবছর হল, ব্লগের খোমায় এডাম গন্টিয়ারের ফটু ঝুলিয়ে রেখেছি, কিন্তু থ্রি ডেইস গ্রেসের গান খুব কমই শেয়ার করেছি (ভাল জিনিষ বেশি শেয়ার করতে নেই


ইউটিউব লিংক, যদি খুলতে পারেন!
Crossfade – Colors
এই একটা ব্যান্ডের ঝিমিয়ে পড়াটা আমাকে মাঝে মাঝে বেশ কষ্ট দেয়, সেলফ টাইটেলড ডেব্যু এলবামের যে ধাক্কাটা ছিল রক/হার্ডরক ইন্ডাস্ট্রিতে, পরের এলবামগুলোতে তার ধারা আর নেই। কারণটা হাস্যকর, পয়লা সিঙ্গেলস কোল্ড এতটাই অসাধারণ হার্ডরক ছিল যে অডিয়েন্সের ব্যাপক এক্সপেক্টেশন পরবর্তীতে আর ক্যারি করতে পারেনি ব্যান্ডটা। এলবামটা করার সময় টাকা পয়সার ব্যাপক ক্রাইসিস ছিল ব্যান্ডের, ভাল একটা কভারও করতে পারেনি সিডির। কিন্তু কোল্ড রিলিজ হওয়ার পর এই এলবাম কেনার জন্যই ভোর থেকে লম্বা লাইন পড়ে যেত ওয়ালমার্টের সামনে। হার্ড রকের চমৎকার কম্পোজিশন ফেলে অল্টারনেটিভ রক আর মেটালে চলে গেছে এখন ওরা, হার্ডরকে যোগ্য উত্তরসুরি রেখে যেতে পারেনি। এই গানটাও হার্ডরক; ২০০৪ সালের গান, পয়লা এলবামের থার্ড সিঙ্গেলস, এবং রকচার্টে কম্পারেটিভলি কম পারফর্ম করা গান Colors. শুনে দেখতে পারেন, খারাপ লাগলে ভবিষ্যতে আর ক্রসফেডের গান আপলোড করবনা আমি।
ইউটিউব লিংক, যদি খুলতে পারেন!
Staind - Not Again
হে হে

Not again
No taste for the crow you feed me
Not again
It's not a matter of if I care
Not again
What an intricate web you're weaving
Did it again
এরন লুইস সর্বকালের সেরা মেটাল ভোকালদের লিস্টে ৪৯ নাম্বারে আছেন। প্রা্যই ডাউট লাগত, এই গানটা শুনলে অন্যদেরও ডাউট কাটবে। স্টেইন্ডের গানে সাধারণত গীটার সোলো তেমন একটা দেখা যায়না, এটাতে আছে, এবং জোস

ইউটিউব লিংক, যদি খুলতে পারেন!
SR-71 – Tomorrow
নেহায়াত ফালতু একটা ব্যান্ড। কিন্তু সারা ক্যারিয়ারে একটাই ভাল গান গেয়েছে, সেটা হলো Tomorrow. ক্রিটিকরা অনেকবার বলেছেন এই গানটার সাপেক্ষে, এই ব্যান্ড পান্ক/অল্টারনেটিভ রকের চেয়ে রক/হার্ডরকে লেগে থাকলে অনেক ভাল করতে পারত। এগার বছর আগের গান, এখনও আগের মতই কঠিন লাগে। ডেস্ট্রাক্টিভ কোন একজন মানুষের হতাশা এবং ভয়ের বহিঃপ্রকাশ পাবেন গানের লিরিকসে। কোরাসটা দেখুন-
I'm not afraid of tomorrow
I'm only scared of myself
Feels like my insides are on fire
And I'm looking through
The eyes of someone else
মিচ এলেনের ভয়েস হার্ডরকের জন্য চমৎকার, গানটা শুনলে মানতে বাধ্য হবেন হয়ত। মেইনস্ট্রিম রকচার্টে ১৮ নাম্বারে ছিল বেশ কয়েক সপ্তাহ!
ইউটিউব লিংক, যদি খুলতে পারেন!
Oomph! - Sex Hat Keine Macht
Oomph! জার্মানির অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড, এবং আশ্চর্যজনক হলেও প্রায় দুইযুগ হল একই লাইনআপে টিকে আছে ব্যান্ডটা! গানের টাইপও সব স্পেশাল জার্মান টাইপ- ন্যুমেটাল/ইন্ডাস্ট্রিয়াল মেটাল... ২০০৪সালে রিলিজ হওয়া Wahrheit oder Pflicht এলবামের গান Sex Hat Keine Macht; থার্ড সিঙ্গেলস ছিল এলবামের। ইনডাস্ট্রিয়াল মেটাল, ভাষাটা জার্মান। সেটা ফ্যাক্টর না, গানের কম্পোজিশনটা ভাল লাগার মত, কড়া, রক্তে সাড়া তোলা কম্পোজিশন। এমনিতে লিরিকসটার মানে তেমন একটা সুবিধার না, সাপোজ গানের টাইটেলের ইংলিশ মিনিং হচ্ছে- Sex has no power. কোরাসের লিরিকসটুকু বাংলা তর্জমাসহ দিলাম-
Sex hat keine Macht! (Sex has no power!)
Sex hat keine Macht! (Sex has no power!)
Du blutest nicht genug für mich (You don't bleed enough for me)
Küss mich noch ein letztes Mal (Kiss me one last time)
জার্মান এবং ইংলিশে ট্রান্সলেট করা লিরিকস
ভিডিওটা ইন্টারেস্টিং, ব্যান্ডের মেম্বাররা প্রিস্টের ভূমিকায় থাকেন যেখানে প্লট হচ্ছে দ্যা এক্সরসিস্ট মুভির। ভূতে ধরা বালিকাকে ব্যাপক ঝাড়ফুক করার পর, ভোরবেলা আবিস্কার হয় ভোকাল নিজে বালিকার রুমে হাতপা বাঁধা অবস্হায় পড়ে আছে


ইউটিউব লিংক, যদি খুলতে পারেন!
এমপিথ্রী ডাউনলোড লিংকস
Shinedown – 45 Click This Link
Three Days Grace – Home Click This Link
Crossfade – Colors http://www.dilandau.eu/alternative rock/Crossfade/Colors/download-mp3-1.html
Staind - Not Again Click This Link
SR-71 – Tomorrow Click This Link
Oomph! - Sex Hat Keine Macht Click This Link