
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: জীবিত বা মৃত; মেকআপ নেয়া বা না নেয়া; শ্যুটিংস্পটে যাওয়া বা না যাওয়া; মিডিয়াতে কলাম লেখা বা না লেখা; আদৌ টিভি দেখা বা না দেখা; সনির সিরিয়াল জীবনে দেখা বা না দেখা কোন ব্যাক্তি বা গোষ্ঠীর সাথে এই পোস্টের কোন সম্পর্ক নেই। কোন মিল পাওয়া গেলে সেটা নেহাতই কাকের মাথায় তাল পড়ার ঘটনা ছাড়া কিছু না।
কেউ তো আর আমার কথা লিখবে না কোন পেপারে দুইকলাম নিয়ে, ব্লগে তাই নিজের ঢোল নিজেই পেটাতে এসেছি


এজ-এ-কর্মদিবস:
উফ!! ফজরের সময় এদিনও উঠতে হবে (ডিসগাস্টিং

ঈদ মানেই ড়কিং সব আড্ডা। কেনি, গিটঠু, হিরিজ, ছাকিরা....সব ফ্রেন্ডরা ১১টা সময় ইয়াহুতে বসব। ওরা ফেসবুক ছাড়া থাকে না কিন্তু আমার জন্য ইয়াহুতেও আসে। যারা ঈদের দিন ইয়াহুতে বসে না, ওদের আর কি বলব.....যাকগে ওরা বিকেলে সাধারণত দেখা দিতে আসে। ওদের নিয়ে বেড়াতে বের হব, অনেকদিন যাই না এমন এক জায়গায় যাব.....গেস করতে পারেন কোথায়? ছাদে।
এই করতে করতেই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার পর আন্টিস, আংকেলসরা আসবে। আশা করি পরের ইদ পর্যন্ত চলার সেলামি পেয়ে যাব। এনিওয়ে, আমার পাওয়ার রাস্তা অনেক হলেও দেয়ার খাতও আছে কয়েকটা। বাসার ছোট মেটালফ্রীকটাকে দিতেই হবে



কালীদাসের ঈদ ফ্যাশন এবং রুপচর্চা:

আমার রুপচর্চা ভেরি সিম্পল, রাতে শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে চুলগুলো সাইজ করে ঘুমিয়ে যাব। সকালে তেমন কিছুই করব না, চুল আঁচড়ে ভাল করে প্যাক করে (টুপি পড়ে) সালাত আদায় করতে চলে যাব ড্যাডের হাত ধরে

এডাম জোন্টিয়ারের ছবিটা বাদ দিলেও কালীদাস নিকের পেছনের লোকটার সবসময়ের ফেভারিট কালার ব্ল্যাক (এটাই লাস্ট সিরিয়াস কথা ঈদ ফ্যাশন টপিকসে)! যদিও মাম তাকে সবসময় আক্ষেপ নিয়ে বলে "তোর কালা রং দেখতে দেখতে এখন তোর সবকিছুই কালা মনে হয়!" বাট, এজ-এ-ম্যান, আমাকে ঈদের দিন একটা বড় টাইম পান্জাবী পরিধান করতে হয়। গরাজিম সিল্কের একটা নীল পান্জাবী আছে, কই যে রাখছিলাম গত ঈদের পর সেইটা খুঁইজা বাইর করতে হৈব আগে। তেলাচুরা ফুটা বেশি কৈরা ফালাইলে আমি গেছি


ডিয়ার ড়িডারস, আপনারা জানেন এবারের হ্যান্ডসাম ম্যানদের জন্য সবচেয়ে বেশি চলছে জিডিমফ্লিঠ সিল্কের ফুলস্লিভ শার্ট। যেহেতু কালো শুধু কলারে থাকে কাজেই এই স্টাইল আমি লিভ করেছি। আমি কিনেছি ৬০টাকা গজ করে চার গজ সাদা-কালো মিক্সড সুতি কাপড় দেখতে রেমন্ডের লিনেনগুলোর মত (কেউ বুঝতেই পারবেনা কি জিনিষ


ওয়েল, সন্ধ্যার কেস আলাদা। মাগড়িবের পর চুলটা ছেড়ে দেব (মানে টুপিটা খুইলা ফালামু আরকি)। এসময় নতুন একটা ট্রেন্ড ফলো করব....ঈদের আগে কেহনা তেরি পিছাকো শপ থেকে একটা ট্রেডি গামছা কিনেছিলাম, সেটা থাকবে তখন কাঁধে। গামছাটা চরম আনকমন, লাল, নীল, আসমানি, কমলা, বেগুনী, সাদা, কালোর টুইস্টেড একটা শেড, ব্রাউনের একটা ছোপ ছোপ শেড, ঘিয়া রং-এর একটা শেড, টাইনি ডার্ক এগ কালারের একটা স্ট্রাইপ.....এইসবগুলোর মিক্সড একটা প্রিন্টেড কম্বিনেশন আমার গামছাটা। কাপড়টাও সিল্কি স্মুথ টাইপের। এনিওয়ে, গামছাটা কাঁধে নিয়ে ওজু করতে যাব। এরপর আর কোন ফ্যাশন করব না

কালীদাসের ঈদ-রান্না:

নর্মালি আমি রাঁধি না, কিন্তু ঈদ ইজ সামথিং স্পেশাল ম্যান। ঈদের সব রান্নায় নিজের টাচ থাকে। সাপোজ, বাজার তো আমাকেই করতে হয়


প্রিপারেশন থেকে শুরু করি। ঈদের আগের রাতে ডিম ফেটানোর কাজটা শেষ করি। ভেরি কমপ্লেক্স জব ম্যান, এক্সপেরিয়েন্স না থাকলে এই কাজটা না করাই বেটার। ফাস্টে সবকটা ডিম নিজের কপালে ঠুকে ফাটাবেন। দেন, সসপ্যান অর জার যেটাই আপনার বেস তাতে ঢালুন। নাও ইউ আর অনলাইন, স্পুন অর এগ মিক্সার যেকোনটা নিন। আই প্রেফার স্পুন, এতে ফিনিশিং স্মুথ হয় ডিফিকাল্টিস বেশি এরাইজ করে


ওয়েল, এবার মাঝখান থেকে মিক্সিং শুরু করুন। সবচেয়ে বড় ডিফিকাল্টিস হচ্ছে হাত ব্যাথা করবে, মশা বাইট করবে, বাট থামা চলবেনা

এছাড়া চায়ের কাপে বুস্ট মেশানোর কাজটাও নিজে করি ঈদের দিন। সবাই কি সাধে বলে, **-এর হাতের চায়ের টেস্টই আলাদা


কালীদাসের ঈদ-বিনোদন: এমন অনেক কিছুই হবে, যা আগে কেউ ভাবেনি
এই টপিকসটা সিরিয়াস। কয়েকদিন আগে এক ফ্রেন্ডের বাসায় ঘরোয়া আড্ডায় এক মুটামুটি জনপ্রিয় নাট্যকার বেহুদা খোঁচাচ্ছিল আমি বাংলা চ্যানেলগুলো দেখিনা কেন? ফ্রেন্ডের কাজিন টাইপের কিছু একটা হয় ভদ্রলোক; আমি যতই নীরব থাকতে চাই ততই খোঁচায়, শেষে বিরক্ত হয়ে বলে ফেলেছিলাম, যেদিন থেকে বাংলা নাটকে চেহারা সর্বস্ব মডেলরা আর কমার্শিয়াল সিনামার এক্টর/এক্ট্রেসরা ঢুকেছে, নাটক টাইপের মিডিয়ার কবর খোঁড়া শুরু হয়েছে সেদিনই। থিয়েটারে যে জীবনে যায়নি এক্টিং করতে সে নাটকের এক্টিং কি ঘোড়ার ডিমটা বুঝবে?!
ব্যাটা রাগের চোটে প্রায় লাফানো শুরু করেছিল আমার কথায়! তখন,আরেকটা কথা বলেছিলাম ওকে, সালমান শাহের পরে আর কোন সত্যিকার অর্থে কমার্শিয়াল মুভিতে এক্টিং করার মত মানসম্পন্ন এক্টর আসেনি বাংলাদেশে। নাকে লাগিয়ে ন্যাকামি করে কথা বললে আর দাদাদের দেশে যেয়ে হাফলেডিস টাইপের এক্টিং করলে কারো কারো চোখে জনপ্রিয় হওয়া যায়, আমার মত কারো কারো মনে চিরস্হায়ী জায়গা পাওয়া যায়না কোনদিন। মুভি বানানোর আগে স্ক্রিনিং-এ রবার্ট-ডি নিরো, জুলিয়া রবার্টসের মত পাবলিকও বাদ পড়ে কাহিনী অনুযায়ী, সেখানে আজও আমাদের স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান মুভি, যাদের ৯০% মুভি আগাগোড়া হলিউডের মুভি থেকে মারা। শুনেছি, সনির সিরিয়াল ফলো করে নাটক বানায় নাকি অনেকে, হে হে, বাংলাদেশে কয়টা বাসায় মহিলারা মাসাক কালি শাড়ী (এরকম হিন্দি নামও আজ আমার বাংলাভাষায় রোজ কানে ঢুকে) আর ৪৮ক্যারেটের গোল্ডের/ডায়মন্ডের গয়না পড়ে ঘর ঝাড়ু দেয়, প্রশ্ন রইল। ২মিনিটের কাহিনী দিয়ে হাজার পর্ব!
সামারিটা বলি, এরকম দুচারজন নাট্যকার কি ** বানালো তা দেখার জন্য টিভির সামনে বসে আমার মারাত্মক দামী সময়গুলো অপচয় করব না। মাটির ময়নার ডিভিডি যোগাড় করেছি, আরগ্রুভ থেকে মুভি নামানো আছে কয়েকটা, ওতেই আমার চলবে।
এনিওয়ে, ব্লগে কখনো বাংলা গান নিয়ে পোস্ট দেইনি, আজকে আমার পছন্দের একটা গান যোগ করলাম পোস্টে। গানটা যে মাকসুদের এই জমানার অনেকেই হয়ত বিশ্বাস করবে না

ইউটিউব লিংক, বড় করে দেখতে, অবশ্য বুড়াবুড়ির ভেটকির ফটুটা ছাড়া কিছু নাই

সবাইকে আগাম ঈদ মুবারক m/ m/
হেল্পমেন্যু:
গরাজিম সিল্ক: স্বউদ্ভাবিত টার্ম (খসখসা সিল্ক

জিডিমফ্লিঠ সিল্কের: স্বউদ্ভাবিত টার্ম(যতটা স্বচ্ছ হওয়া সম্ভব এরকমসিল্ক

কেহনা তেরি পিছাকো শপ: নিউমার্কেটে ঝাড়ুর দোকানগুলোর উল্টাদিকের গামছা বিক্রির হকারের স্টল (ঈদে স্টলের এটলিস্ট একটা নাম থাকা উচিত, আমিই না হয় দিলাম

কুরুত, কুরুত: স্বউদ্ভাবিত ফ্রেজ, অসাধারণ বুঝাতে ইউজ করি (বাংলা ডিকশনারীতে যুগ করার দাবি জানানো যায়
