"নারীপোল" একটা থাই শব্দ। নারী মানে মেয়ে বা মহিলা, আর পোল অর্থ গাছ।
বৌদ্ধ পুরান মতে ইন্দ্রদেব তার স্ত্রী, দুই সন্তান ও ভিসান্ত্রার বসবাসের জন্য একটি আশ্রম নির্মান করেন। তার স্ত্রী যখন জঙ্গলে ফল সংগ্রহ করেতে যেতেন, তখন বনে বসবাসকারী মানুষ ও যোগী সাধুদের দ্বারা আক্রমনের ভয় ছিল।
বনে বসবাস কারী এসকল যোগী তাদের ধ্যানের দ্বারা কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী ছিল, এবং এদের ভেতর অনেকেই কাম-লালসাকে তখনো জয় করতে পারেনি। তাই ইন্দ্রদেব জঙ্গলে বারটি নারীপোল গাছ সৃষ্টি করেন।
এ গাছ গুলোতে ইন্দদেবের স্ত্রীর চেহারার নগ্ন ষোড়শী মেয়েদের আদলে মিষ্টি ফল ধরতো এবং যোগী সাধুরা এই ফলগুলো নিয়ে গিয়ে সঙ্গম করতো। সঙ্গমের পরে প্রায় চার মাস ধরে তারা ঘুমে আচ্ছন্ন থাকতো, আর যখন জেগে উঠতো তখন তাদের অলৌকিক ক্ষমতা হারিয়ে ফেলতো।
২০১০ সালের দিকে এই নারীপোল গাছের ছবি দিয়ে ইন্টারনেটে বেশ বড় আলোড়ন তৈরী হয়েছিল। এটা পুরোটাই ছিল একটা হোক্স।
আসলে প্লাষ্টিকের ছাচে আটকে নাশপাতি, কুমড়ো, তরমুজ, কমলা, আপেল ইত্যাদি ফল কে নানা রকম আকৃতি দেয়া যায়। এভাবেই নারীপোল গাছের ফলের উৎপত্তি, আর ইন্টারনেটের কল্যানে দ্রুতই সেটা ছড়িয়ে পরে।
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন
© রাবণ রাজ
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৫