প্রবাসে ঈদ করার প্রথম অভিজ্ঞতা!!! চাইনিজ মুসলিম, এরাবিক মুসলিম, আফ্রিকান মুসলিম, পাকিস্তানি মুসলিম, ভারতীয় মুসলিম তথা এ যেন এক মহান মিলন মেলা। আল্লাহ সুবহানাল্লাহ্ তা’আলা আমাকে এই সুজোগ দেওয়ায় আমি চির কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ্। গতকাল কিছু চাইনিজদের দাওয়াতে শরিক হলাম। তাদের আচরন খুবই বন্ধুত্ব পূর্ন ছিল। আসলেই এই বিশ্বাসটা আমার আরও দৃড় হল যে, “সারা বিশ্বের মুসলমান, এক শরীর এক প্রান”।
এখানে আজকেই পবিত্র ঈদ-উল-ফিতর। তাই সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!!!!
আল্লাহ আমাদের মুসলিম উম্মাকে উত্তর উত্তর বৃদ্ধি করুন এবং প্রত্যেক অমুসলিমদের কাছে আমাদের ইসলামের শান্তির বানী প্রচারের তৌফিক দান করুন।