আমার মনে হয় ভাল কিছু ছবি মনের অজান্তে ক্যাপচার হয়ে যায়। তাঁর জন্য প্ল্যান করার প্রয়োজন হয় না। আবার দেখা গেলো একটু যত্ন নিয়ে সব কিছু মেনে একটা ছবি তুলতে গেলাম কিন্তু মনের কোনায় তা জায়গা করে নিতে পারেনা ।একটা ভাল ছবি তুলতে পারা স্বর্গীয় আনন্দের ব্যাপার।
১। কোথাও কি এত সবুজ ধরে বাংলার মতো?

২। নদীর তীরের বিকেল দেখার সৌভাগ্য যেদিন হয়েছিলো বুঝে গিয়েছিলাম এই কথাটার মানে কি।

৩। এ পথের অনেক গল্প ।

৪। হে সমুদ্র, আমিও ক্ষুদ্র, ফিরিয়ে নিলে নাও আমায়।

৫। একদিন বৃষ্টি নামার আগে ।

৬। আমিও আছি তোমার যাত্রার অংশ হয়ে। বিদায় বন্ধু।

৭। নদী আর মেঘের বন্ধুত্ব সনাতন।

৮। এখানে বসে যদি মনের পছন্দের বই পড়া যায় ধন্য মানব জীবন। হয়তো একটু আগে কেউ বসেছিলো। তাঁর কিছু স্মৃতি জমা করে ছিলো। আবার নতুন কারো স্মৃতি জমা হবে।

৮। পাহাড় কি মনে রাখবে আমায়? আমিতো মনে রাখি তাঁকে।

৯। হাওরে বেড়াতে গিয়েছিলাম একদিন। দুহাত ভরে নিয়েছিলাম। ফিরিয়ে দেয়নি।

১০। প্রদীপের আলোর সম্মোহনী শক্তি অসাধারণ।

সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:২৪