ঈদের সৌরভ এখও ভেসে বেড়াচ্ছে ঢাকার আকাশে-বাতাসে। বাসা থেকে অফিসের দূরত্ব মাত্র ২২ কিলো হলেও সাধারন দিনে তা পুলসিরাত সম মনে হয়। শুধু ঈদের ঢাকা বলেই ৩ ঘন্টার দূরত্ব মাত্র ১ গন্টায় পাড়িদেবার উদ্দেশ্যে পথে নেমেছি ঠিক ৮ টায়।
লাল চকচকে বিআরটিসি সিটি বাসটি যখন গুলিস্তান জিরো পয়েন্টে তখন নগড় ভবনের বিশাল ঘরি বেমানান ভাবে সকাল সাড়ে-আট্টার ঘোষণা দিচ্ছে ! হেমন্তের হালকা কুয়াশ মেশান হিমেল হাওয়া আর প্রায় জনশুন্য রাস্তায় ২-৪ টা গাড়ির নিঃশব্দ চলাচল কেমন যেন অলসতা নিয়ে এসেছে দু-চোখে। আলসে চোখ জিরো পয়েন্ট তথা নূর হোসেন চত্তরে কেন্দ্রিভুত হতেই মনে হল ২৪০ ভোল্টের শক খেয়ে পূর্ন সচেতন হয়ে উঠলাম।
চত্তরে জড়ো হওয়া ৮-১০ জনের ছোট-খাট জটলা, ২-১ টি পুস্পস্তবক আর অবধারিত ভাবে গুটিকয় মিডিয়া কেমেরা............ঘোড় কেটে কিছুটা স্বাভাবিক হতেই নিজেকে আবিষ্কার করলাম পুরন পল্টন মোড়ে। আজ ১০ ই নভেম্বর কেলেন্ডার অথবা মনে দাগ কেটে রাখার মত বিশেষ কোন দিন নয় আজ; ঠিক নিশ্চিত নই তবে মন বলছে আজ নূর হোসেন দিবস। নূর হোসেন ! পাঠন মনে করতে পারছেন ? ১৯৮৭, ৯০........ সৈরাচার বিরোধী গনআন্দোলন.......মনুষ্য ত্বকের শ্যাম কেনভাসে আকাঁ 'সৈরাচার নিপাত যাক গনতন্ত্র মূক্তিপাক'।
হ্যা গনতন্ত্রের শপ্নে বিভোড় এই তরুণ মরে গিয়ে বেচে গেছে। ৯০ এর গনআন্দোলন আমার কাছে এখনও ভাসা ভাসা। রাস্তায় বিরামহীন মিছিলের শব্দ, পায়ে হেটে ক্লান্ত অফিস ফেরত বাবা-মা আর সন্ধায় পরিবারের সবাই গোল হয়ে তিন বেন্ডের রেডিওতে বিবিসি শোনার প্রাণপন চেষ্টা। অবশ্য ক্লাস টু-থ্রী'তে পড়া বাচ্চাদের পক্ষে এর চেয়ে ঢের-কিছু মনে রাখাই অস্বাভাবিক। ২০-২২ বছর পর এই আজকের আমি তাই নূর হোসেনদের বুকের রক্তে কেনা গনতন্ত্রের বিশবাষ্পে হাপিয়ে উঠেছি। তথা কথিত গনতন্ত্রের নামে যে নির্বাচিত পরিবারকেন্দ্রীক সৈরশাসনের যাতাকলে আমার কৈশর-যৌবন পিষ্ট হয়েছে/হচ্ছে তার জন্য নিজের/নিজেদের ধীক্কার দেই আর অবচেতন মনে প্রশ্ন করি ' হায় ! নূর হোসেন, ডাঃ মিলন তোমরা কি অনন্তকাল ধরেই ক্ষমতালিপ্সুদের দাবার ঘুটি হিসেবেই ব্যাবহৃত হতে থাকবে ? ৯০ এর পর থেকে প্রতি নির্বাচনেই আমরা বিপুল উৎসাহে ভোট দিয়ে শোষক নির্বাচন করি। ডাকাতের হাত ঠেকে বাচতে চোর আর চোরের হাত থেকে বাচতে ডাকাত নির্বাচনের এই পালাবদলে আমরা আমজনতা প্রতি বারই নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতর ভাবে শোষিত হয়ে যাচ্ছি...............।
হায় নূর হোসেন এই গনতন্ত্রের জন্যই কি তুমি লাশ হয়েছ ? তুমি মরে বেচেঁ গিয়েছ আর আমরা জিন্দা লাশ হয়ে প্রতিনিয়ত ধুকছি, নূর হোসেনের প্রাণহীন দেহ প্রতিবাদ জানাতে পাড়লেও জীবনমৃত আমরা এখন সেটাও পারছি না অথবা করছি না........... হায় এ কেমন সপ্ন দেখেছিলে নূর হোসেন.......
১. ১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪১ ০