আমি ভালবাসা দেখেছি,
মানব-মানবীর প্রেম নাকি স্বর্গ থেকে আসা এক অপার্থীব সুধা;
কিন্তু আমি দেখেছি তার খ্যাপাটে চেহারা
ঠিক যেন চৈত্রের খরো তাপ অথাবা কাল বৈশাখীর উন্মাদনা।
কৈশোর না পেরতেই দেখেছি পরম প্রীয় বন্ধুকে ছিন্নভিন্ন হতে;
কিশোর প্রেমের ঝাঝাল এসিডে ঝলসে গেছে মেধাবীর তীক্ষ্মতা
বুয়েট-মেডিকেল দাবড়ে বেড়ানোর সপ্ন দেখা বন্ধুটি-
আজ জা.বি.র আঙ্গীনায় ঘুরেবেড়ায় মুখে একরাশ অন্ধকার নিয়ে।
কলেজ জীবনেও ভালবাসা পিছু ছাড়েনি আমার
এবার সে নারীর ছলনাময়ী রূপ নিয়ে হাজির স্বমহীমায়;
অন্যের কাছে ওয়াদা বদ্ধ হওয়া সত্যেও নারীর অমোঘ আবাহন
দু-নায়ে পা রাখা নারীমূর্তিটি বেচেঁ গেলেও বন্ধুটি পারেনি
নেশার ছোবলে নীল হয়ে অন্ধকার জীবনে ঠিকানা গড়েছে সে।
দেখেছি আর নিজেই নিজেকে বলেছি, রশো বাছা
সাহিত্যের রসাল ভালবাসা বাস্তবে কিন্তু খুব একটা ভাল নয়।
প্রাইভেট ইউনির চৌকাঠ মাড়াতেই উদ্ভত যৌবনা ভালবাসা হাজির
বেটা হতচ্ছারা কম্পিউটার কি এত সগজেমই পোশমানে ?
প্রগ্রামিং শেখার যন্ত্রণা আর ৪ মাস আয়ূস্কালের সেমিস্টারগুল চাপে
যখন আমার ত্রাহি মধুসূদন অবস্থা; ভালবাসা তখনও রমরমা
সেমিস্টার বদলের সাথে সাথে ভালবাসা বদলও তাই ডাল-ভাত,
যেন ঠিক ঝলমলে শোরুমে সাজান রংচংয়ে হাল ফ্যাশনের জামা;
ছেলে-মেয়ে পড়ছে দেদারসে,আজ এটা তো কাল সেটা, যেন রেস লেগেছে!
গুনীজন বলে বুদ্ধিমান নাকি ঠেকে নয় দেখে শেখে
গেল দশ বছরে কম দেখিনি; তবু অবুঝ হৃদয় ভালবাসা পেতে চায়!
মস্তিষ্ক তখন চেচিয় উঠে, ধুর হতচ্ছারা আজও বুঝিসনি ভালবাসা ভাল নয় ।
হা হা হা...........
পুনশ্চ: ভুল বাংলা বানানের জন্য অগ্রিম ক্ষমা প্রার্থি। শুধরে দিলে কৃতার্থ থাকব।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০২