আমাদের মহান রাজনীতিবিদ / কলামিস্ট গনের কিছু চিরস্বরনীয় উক্তি ......
১। we're looking for sotros( শত্রু)।আই উইল কেচ অল দিজ শত্রু উইথ ইন টু মাস --- বাবর।
২। আল্লাহর মাল আল্লাহয় নিয়া গেছে ---- আলতাফ
৩। জলিলের ট্রাম কার্ড, ৩০ শে এপ্রিলের মধ্যে এই সরকারের পতন হবে --আবদুল জলি।
৪। বাংলাভাই মিডিয়ার সৃষ্টি ---- নিজামি।
৫। চিনির দাম ৪০ আর তেলের দাম ৯২ টাকার বেশি হবে না - ফারুক
৬। এগুল সব বিচ্ছিন্ন ঘটনা, এমন হতেই পারে - সাহারা।
৭। আপনারাই (আওয়ামী লীগের নেতা-কর্মীরা) সুপ্রিম কোর্ট, আপনারাই রায় দিন জামায়াত শিবিরকে রাজনীতি করতে দেবো কিনা।----আব্দুল লতিফ সিদ্দিকী( পাট ও বস্ত্র মন্ত্রী); রাজশাহীতে দলীয় সমাবেশে।
৮। এটা হল আওয়ামী সংস্কৃতির এক দুরারোগ্য উপসর্গ। যে কোন ব্যক্তি আওয়ামী লীগের বিরোধিতা করলে তিনি আওয়ামী সংস্কৃতি অনুযায়ী বিএনপি-জামায়াতের লোক ছাড়া অন্য কিছু নয়। দেশের লোকের কাছে আমি, আমার রাজনৈতিক অবস্থান ও আমার কাজ যথেষ্ট পরিচিত। কাজেই গাফ্ফারের এসব হাস্যকর বক্তব্য বিষয়ে কিছু লেখার প্রয়োজন দেখি না --- বদরুদ্দীন উমর
৯। জয়নাল হাজারীকে মিথ্যা অপবাদ দিয়ে ধ্বংস করে দেয়া যাবে না, তাকে সসম্মানে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। : আবদুল গাফ্ফার চৌধুরী (০৯/০২/২০১০)
১০। বঙ্গবন্দ্ধুর হুকুমেই ২১ ফেব্রুয়ারী ছাত্ররা ১৪৪ ধারা ভংগ করে-- শেখ হাসিনা।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি হলে ছাত্রলীগের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে ছাত্রশিবিরের চিহ্নিত কর্মীদের। : সৈয়দ আশরাফুল ইসলাম (১০/০২/২০১০)
১২। দেশের স্বার্থে জীবন দিয়ে হলেও আমরা ট্রানজিট চুক্তি বাস্তবায়ন করব। দেশবিরোধী কিছু শক্তি ট্রানজিটের বিরোধিতা করছে : এবিএম মহিউদ্দিন চৌধুরী (২৬/০১/২০১০)
১৩। টিভি নিউজের কারণে ডালের দাম বেড়েছে : লে. কর্নেল (অব.) ফারুক খান (২৭/১২/২০০৯) । সাংবাদিকরা বাড়িয়ে লিখছেন তাই দ্রব্যমূল্যে বাড়ছে : ফারুক খান (১৪/০৮/২০০৯)
১৪। মনে হয় আল্লাহর পরই এটর্নি জেনারেলের স্থান : ব্যারিস্টার রফিক-উল হক (০৮/১২/২০০৯)
১৫। বঙ্গবন্ধু খলিফাতুল মুসলিমিনের একজন, জয় বাংলা স্লোগানে বরকত ও ফজিলত আছে : হায়দার আলী চৌধুরী (২৬/১১/২০০৯)
১৬। দেশে আমার মতো স্বৈরাচার দরকার : হুসেইন মুহম্মদ এরশাদ (২৩/১১/২০০৯)
১৭। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর দেশে কোন ‘ক্রসফায়ারের’ ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী (১৮/১১/২০০৯)
১৮ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে বড় মুসলমান ছিলেন, সবচেয়ে বুজুর্গ লোক ছিলেন। ইসলামের জন্য যদি কিছু করে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছেন। উনি ছিলেন সাচ্চা মুসলমান : মাওলানা আক্তার হোসাইন বোখারী (২৭/১০/২০০৯)
১৯। স্টিয়ারিং কমিটি (হাজারী বাহিনী) খারাপ কিছু করেনি : জয়নাল হাজারী (০৩/০৯/২০০৯)
২০। আমাদের ছেলেরা কি শাড়ি চুড়ি পড়ে থাকে? একটার বদলে দশটা লাশ ফেলে দিয়ে আমার কাছে আসতে হবে--------------হাসিনা
২১। দেশে কোন যুদ্ধাপরাধী নাই - কামারুজ্জামান
২২। বাংলাদেশ হকি দল সব ম্যাচে হারার পর সাবেক হকি ফেডারেশনের সভাপতি "Now they fill up sixteen bananas"( ষোল কলা পূর্ন
২৩। চাঁদাবাজির কারণেই জিনিসপত্রের দাম বেড়ে যায় ৭০ ভাগ : ফারুক খান (১৯/০৮/২০০৯)
২৪। ১৯৭৫-১৯৯৬ পর্যন্ত আমার কমন পরিচিতি ছিল বাকশালী। সবাই টিট্কারী করে আমাকে এই উপাধিতে ভূষিত করতো। সরকারি কোনো সভায় যোগ দিতে গেলে আমার কলিগরা বলতো ওই বাকশালী আসছে। তাদের বাকশাল গালি ছিল আমার জন্য গর্বের : এইচটি ইমাম (০২/০৮/২০০৯)
২৫। ১/১১-এর স্রষ্টাদের সমালোচনা করার উদ্দেশ্য হলো বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা : সৈয়দ আশরাফুল ইসলাম (২৮/০৭/২০০৯)
২৬। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেননি। তিনি কোন ক্যাম্পে কোথায় যুদ্ধ করেছেন, তা আমরা জানতে চাই : সাজেদা চৌধুরী (২১/০৭/২০০৯)
২৭। টিপাইমুখ বাঁধ শুধু ক্ষতি করবে, এমন কোন কথা নেই। বাংলাদেশ এ বাঁধ থেকে লাভবানও হতে পারে : রমেশ চন্দ্র সেন (০৭/০৭/২০০৯)
২৮। আমি মনে করি শেখ হাসিনার নোবেল পুরস্কার পাওয়া উচিত : আখতারুজ্জামান বাবু, এমপি (৩০/০৬/২০০৯)
২৯। তার (জিয়ার) ভয় ছিল গাছের উপর থেকে গুলি করে তাকে কেউ হত্যা করবে। এ ভয়েই জিয়া ঢাকার সব বড় গাছ কেটে ফেলেন : মতিয়া চৌধুরী (০৭/০৬/২০০৯)
৩০। বুয়েটের সমাবর্তনে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন "দোয়া করছি তোমরা সবাই বড় বড় ইন্জিনিয়ার ও আর্কিটেকচার(!!!) হও "
৩১। রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জণ করেছি আমরাই রক্ষা করব ----মুজাহিদ
স্টক শেষ..আর কিছু মনে করতে পারছি না, আপনারাও সাহায্য করুন......কমেন্ট আর্কাইভ গড়ার ইচ্ছা আছে......। আরব্য কবি ফেরদৌসি শাহানামা লিখে বিখ্যাত হইছে, আমি না হয় গাধানামা -ই লিখি
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৫