বিশ্ব অর্থনৈতিক মন্দায় আক্রান্ত নিটঅয়্যার শিল্পঃ
মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বাধীন বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থা থেকে সৃষ্ট সংকট ও অর্থনৈতিক মন্দায় আক্রান্ত তৈরি পোশাক রফতানির ওপর ১০ ভাগ নগদ সহায়তা দাবি করেছে বাংলাদেশ নিটঅয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। বর্তমান বিশ্ব পরিস্থি'তির প্রেক্ষাপটে বাণিজ্য ধরে রাখা ও কারখানা সচল রাখার স্বার্থে এই সহায়তা চাওয়া হয়েছে।
বিকেএমইএ'র নেতারা বলেছেন যে, সবচেয়ে সস্তা পোশাক বেসিক টি-শার্টই এখন মারাত্মক ক্ষতিগ্রস্ত। গত অক্টোবর মাসেই রফতানির বিভিন্ন খাতে প্রভাব পড়তে শুরু করেছিল। রফতানি আয় আগের বছরের তুলনায় কমে আসতে শুরু করে। কিন্তু হঠাৎ করে জানুয়ারি মাসে প্রবৃদ্ধি দেখা যায়। এটা প্রকৃত প্রবৃদ্ধি নয়। কারণ গত সেপ্টেম্বর মাস থেকে মন্দা পরিস্থিতির কারণে ক্রেতারা তাদের দেওয়া কাজ অনুযায়ী পণ্য জাহাজীকরণ বন্ধ করে রাখতে অনুরোধ করেছিল। যেগুলো পরবর্তীকালে পাঠানো হলে কয়েক মাসের রফতানি পণ্য জানুয়ারিতে জাহাজীকরণে (শিপমেন্ট ডেকার্ট) হওয়ায় প্রবৃদ্ধি দেখা দিয়েছিল।
নেতৃবৃন্দ আরও বলেন যে, কেউ কেউ বলছেন, বাংলাদেশের পোশাক শিল্প বিশ্ব মন্দায় আক্রান্ত হওয়ার কারণ নেই। প্রকৃতপক্ষে এ তথ্য সঠিক নয়। সস্তা পোশাক যারা কেনেন তারাই মন্দায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারা নতুন পোশাক কেনা থেকে বিরত থাকেন। ফলে যেসব রফতানিকারক সস্তা পোশাক টি-শার্ট রফতানি করেন তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তারা জানান, তারা জানুয়ারি থেকে চলতি মার্চ পর্যন্ত যেসব তথ্য পেয়েছেন তাতে আগের বছরের এ সময়ের তুলনায় ১৫ শতাংশ আয় কমে যাবে। তারা যেসব নিটশিল্প চালু অবস্থায় রয়েছে ও ঋণখেলাপি নয় এসব শিল্প প্রতিষ্ঠানে নেওয়া ব্যাংক ঋণ ১০ শতাংশ নির্ধারণ করার দাবি জানিয়েছে।