সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত গণমাধ্যমের কোনো কর্মীকে সন্দেহ, আটক ও জিজ্ঞাসাবাদ করেনি। তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইমাম হোসেন আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ শাখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
মো. ইমাম হোসেন বলেন, ‘গণমাধ্যমে এখন অনেক মানুষ কাজ করে। এ কারণে হয়তো একে অন্যকে জড়িয়ে দিচ্ছে। আমরা গণমাধ্যমের কারও পিছে লাগিনি।’
তেজগাঁও বিভাগের উপকমিশনার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাংবাদিক দম্পতির বাসার নিরাপত্তারক্ষী, কর্মচারীসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মো. ইমাম হোসেন জানান, গতকাল সোমবার রাতে তিনি সাগর সরওয়ারের কর্মস্থল মাছরাঙা টেলিভিশনে পুলিশি তল্লাশি চালিয়েছেন। মেহেরুন রুনির কর্মস্থল এটিএন বাংলায়ও এ ধরনের তল্লাশি চালানো হবে।
সাংবাদিক দম্পতি পেশাগত কারণে কোনো আক্রমণের শিকার হয়েছেন কি না, তা গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।
গত শনিবার সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করে পুলিশ। সরওয়ারের শরীরের বিভিন্ন স্থানে এবং রুনিকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
View this link