ধুম করে সামনে এসে পড়ায় সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া জাতীর উদ্দেশ্যে ভাষণটি শুনলাম। খুবই ছোট এবং চমৎকার গুছানো বক্তব্য। (!!)
উনার বক্তব্যে উনি যা বলেছেন তা হচ্ছে -
১। সাধারণ ছাত্রদের আন্দলনে সরকার কোনো সমস্যা তৈরি করে নি, বরং পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছিলো।
২। বিশেষ মহল ছাত্রদের ছদ্মবেশে আন্দলনের নামে বিশৃঙ্খলা তৈরি করেছে।
৩। তাদের আক্রমণে অনেক ছাত্র নিহত হয়েছে এবং অনেকের হাত পায়ের রগ কেটে দেয়া হয়েছে।
৪। প্রধানমন্ত্রী নিহত ছাত্রদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন এবং তাদের পরিবারের আর্থিক দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন।
৫। এইসব ঘটনার জন্য যারা দায়ি তাদের উপযুক্ত শাস্তি দেয়া হবে।
৬। অভিভাবক এবং শিক্ষকদের বলেছেন তাঁরা যেনো তাদের সন্তান এবং ছাত্রদের প্রতি বিশেষ নজর রাখেন।
৭। কোটার বিষয়টি সর্বচ্চো আদালতে আছে, নির্দিষ্ট তারিখে তার রায় জানানো হবে। ততোদিন পর্যন্ত ধর্য্য ধরার অনুরোধ জানানো হয়েছে।
অনেকে বলছেন ছোট এবং চমৎকার গুছানো বক্তব্যের আড়ালে ভিন্ন অর্থ লুকিয়ে আছে। যেমন-
১। সরকার আর পুলিশ সব সময় নজর রাখছিলো কিভাবে আন্দলনটি ভন্ডুল করা যায়।
২। বিশেষ মহল বলতে উনি বিএনপি, ছাত্রদল, জামাত, শিবিরকে বুঝিয়েছেন। আসলে সাধারণ ছাত্রদের সাথে এদের কোনো যোগাযোগ ছিলো না।
৩। উনি যে সকল ছাত্রদের জন্য মায়াকান্না করলেন তারা আসলে ছাত্র না, বরং ছাত্রলীগের সদস্য। রাগ কাটার কথা বলে জামাত-শিবিরকে আন্দলনের সাথে জড়াতে চেয়েছেন।
৪। ছাত্রলীগের যারা মারা গেছে তাদের পরিবারকে আর্থিক সাহায্য করবেন বলে ঘোষনা দিয়েছেন।
৫। ছাত্রদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে দিয়েছেন।
৬। অভিভাবকদের বুঝিয়ে দিলেন ঘরের ছেলে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। ছাত্রদের পাশে দাঁড়ানো শিক্ষকদের বললেন মানে মানে সরে পরতে।
৭। আদালতের রায় কিভাবে কার্যকর করা হয় সেটা দেশবাসী আগেও দেখেছে।
সব মিলিয়ে উনি তার বক্তব্যে ছাত্রলীগকে আশ্বস্ত করেছেন- কাজ চালিয়ে যাও আমি আছি তোমাদের জন্য।
এবার বলেন প্রধানমন্ত্রীর জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষণ শুনে আপনি কি বুঝেছেন?
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৪ রাত ১২:০৫