ম্যাক্রো ফটোগ্রাফি (Macro photography) হল চরম ক্লোজ-আপ (extreme close-up) ফটোগ্রাফি।
সহজ ভাবে বলা যায়, খুব ছোট কোনো বিষয় বস্তুর অথবা পোকামাকড়ের মতো জীবন্ত ছোট ছোট প্রাণীর খুবই কাছ থেকে নির্দিষ্ট একটি অতিক্ষুদ্র অংশের বড় আকারের ছবি তোলার নামই হলো ম্যাক্রো ফটোগ্রাফি।
DSLR ক্যামরায় ম্যাক্রো ফটোগ্রাফি করতে বেশ দামি ম্যাক্রো লেন্স ব্যবহার করতে হয়। খরচ কমাতে চাইলে থার্ডপার্টি ম্যাক্রো লেন্স টিউব ব্যবহার কারা যায় অবশ্য। সবচেয়ে সস্তা আর সহজ হচ্ছে হাতা থাকা মুঠো ফোনের ক্যামেরার সাথে কম দামে মোবাইল ম্যাক্রো লেন্স লাগিয়ে নেয়া। এই বিষয়টাই ট্রাই করার জন্য আমি (সম্ভবতো) ১৫০ টাকা একটি এবং ৫৫০ টাকায় একটি মোবাইল ম্যাক্রো লেন্স কিনে কিছুদিন ক্লিকবাজি করেছিলাম। ফলাফল দেখে বুঝতে পেরেছি ম্যাক্রো ফটোগ্রাফি করতে চাইলে আরো দামি কোনো লেন্স কিনতে হবে।
== ২ ==
== ৩ ==
== ৪ ==
== ৫ ==
প্রথম ছবিটি পঁচা কাঠে জন্মানো ক্ষুদ্র একপ্রকার ছত্রাকের। শেষের ৪টি ছবি বাংলাদেশ কাগুজে নোটে আঁকা ক্ষুদ্র ছবি।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:১৪