ইদানিং, না ইদানিং না বরং অনেক দিন ধরেই প্রচন্ড গরম। গরম কালে গরম থাকবেই, কিন্তু গত দুই বছর গরমটা যেনো সব মাত্রা ছাড়িয়ে তাপ ঝড়াচ্ছে। গরমে সবার অবস্থাই চরম। তবে আজকের এই পোস্ট গরম আবহাওয়া নিয়ে নয়, বরং গরম শব্দটি নিয়ে। বাংলা ভাষায় এই গরম শব্দের ব্যবহার প্রচুর। একেকবার এই গরম শব্দটি একেক রকম অর্থের প্রকাশ ঘটায়। বেশি ঘাটাঘাটি করলে মাথাই গরম হয়ে যায়।
নানান ডিকশনারি ঘাটলে গরমের যেসব প্রতিশব্দ-সমার্থকশব্দ পাওয়া যায় তা হচ্ছে -
অহংকার, উগ্র, উত্তাপ, উত্তেজক, উত্তেজনাপূর্ণ, উদ্ধত, উষ্ণ, ঔদ্ধত্য, ঔদ্ধত্যদর্প, কড়া, ক্রুদ্ধ, গর্ব, গর্বিত, গ্রীষ্ম, চড়া, টাটকা, তপ্ত, তাপ, তিরস্কার, তীব্র, দপ, দম্ভ, বিকার, ভর্ৎসনাপূর্ণ, ভীষণ, মশলা, মহার্ঘ, যুদ্ধোম্মুখ, রুষ্ট, রোগ, শীত নিবারক, সদ্যপ্রাপ্ত, ইত্যাদি।
এবার গরম শব্দের কিছু ব্যবহার দেখা যাক।
১। চৈত্র মাসের গরম - উত্তাপ, উষ্ণতা।
২। একটুতেই কথার গরম দেখায় - ঔদ্ধত্য।
৩। অনেকেই টাকার গরম দেখায় - দর্প, দম্ভ, অহংকার।
৪। খোকা বাবুর অল্পতেই পেট গরম হয় - রোগ।
৫। গরম জল হতে সাবধান - উষ্ণ, তপ্ত।
৬। গরম কাল - গ্রীষ্ম।
৭। শীতকালে গরম জামা গায়ে দিতে হয় - শীতনিবারক।
৮। চোখ গরম করে কোনো লাভ নেই - উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ।
৯। মেজাজ গরম করে কোনো লাভ নেই - উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ।
১০। গরম গরম কথা বলে লাভ নেই - কড়া, তিরস্কারপূর্ণ।
১১। কাঁচা মরিচের বাজার খুব গরম ছিলো - চড়া, মহার্ঘ।
১২। গরম পরিস্হিতিতে মাথা ঠান্ডা রাখতে হয় - উত্তেজনাপূর্ণ, যুদ্ধোম্মুখ।
১৩। আন্দলনের গরম খবর কি? - টাটকা।
১৪। গরমাগরম পিঁয়াজু আমার খুব পছন্দ - একেবারে সদ্য-ভাজা, টাটকা।
১৫। গরম গরম পিঁয়াজু আমার খুব পছন্দ - একেবারে সদ্য-ভাজা, টাটকা।
১৬। ঈদের আগেই গরম মশলার দাম বেড়ে যায় - এলাচ, দারচিনি ও লবঙ্গ ইত্যাদি উত্তেজক মশলা।
১৭। শীতের দেশে গরম মোজা খুবই কাজের জিনিস - পশমি মোজা।
১৮। শীত কালে কুসুমকুসুম গরম জলে স্নানেই আনন্দ - ঈষদুষ্ণ. কবোষ্ণ।
১৯। এখন চলছে গুমোট গরম - যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়।
২০। এখন চলছে ভ্যাপসা গরম – যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়।
২১। এখন চলছে পঁচা গরম – যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়।
তথ্য সূত্র : অন্তর্জাল
=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
প্রবাদ-প্রবচনে "অতি"
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ
চাঁদ নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
আম নিয়ে ৬৮ টি প্রবাদ-প্রবচন
তাল নিয়ে আরো ৪৩টি প্রবাদ-প্রবচন
অন্ধ নিয়ে ২০টি প্রবাদ-প্রবচন
অন্ধ বা কানা নিয়ে আরো ১৫৫টি প্রবাদ-প্রবচন
অন্ধকার নিয়ে ৪৮টি প্রবাদ-প্রবচন
কপাল নিয়ে ৫১টি প্রবাদ-প্রবচন
কুকুর নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে ২৮টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বানর নিয়ে ৬৭টি প্রবাদ-প্রবচন
বাঘ নিয়ে ১৩২টি প্রবাদ-প্রবচন
সাপ নিয়ে ১১০টি প্রবাদ-প্রবচন
হাতি নিয়ে ১৫২টি প্রবাদ-প্রবচন
ভাল্লুক নিয়ে ২৪টি প্রবাদ-প্রবচন
বৃষ্টি নিয়ে ৪৪টি প্রবাদ-প্রবচন
শীত নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!, দেখা-দেখি, হট্টবিলাসিনী (১৮+), শুক্তিবাক্য
ব্যাসবাক্য সহ কতিপয় সমাস, আধুনিক বাক্য সংকোচন, নতুন শব্দার্থ, নতুন বিপরীত শব্দার্থ, অ তে অজগর, A for Apple
ক কাব্যের কচকচানি, প পদ্য....., এ-পলাশ সে-পলাশ নহে, বিবাহ বিভ্রাট - ১, বিবাহ বিভ্রাট - ২
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১, পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২
=================================================================
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১৪