আল্লাহর নামের সাথে যিনি একমাত্র দাতা একমাত্র দয়ালু
২-১ : আলিফ-লাম-মীম
আল-বাকারা (গাভী) সূরাটি কোরআনের দ্বিতীয় এবং বৃহত্তম সূরা। সূরাটি শুরু হয়েছে আলিফ, লাম, মীম হরফ তিনটি দিয়ে।
সূরা বাকারা শুরুর এই আলিফ, লাম, মীম হরফগুলোকে কুরআনের পরিভাষায় হরফে "মুকাত্তা'আত" অর্থাৎ "ছিন্ন অক্ষরমালা" বা "বিচ্ছিন্ন বর্ণমালা" বলা হয়।
সূরার শুরুতে এই হরফগুলির ব্যবহার বা অর্থের বিষয়ে নবী বা আল্লাহ পরিষ্কার ভাবে কিছু বলেন নাই। ফলে এর অর্থ সম্পর্কে আল্লাহই ভাল জানেন। তবে অনেকেই এর অর্থ এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমরা সেইদিকে যাবো না। তবুও স্প্রিং মোল্লার মনে প্রশ্ন উঁকি দিতে চায় - "যার অর্থ কেউ জানে না তা কোরআনে খোদা কেন দিলো?"
আমরা জানি কোরআনের মোট সূরার সংখ্যা ১১৪ টি। এই ১১৪টি সূরার মধ্যে মোট ২৯ সূরার শুরুতে এমন "মুকাত্তা'আত" ব্যবহার করা হয়েছে। সূরা বাকারায় ৩টি হরফ ব্যবহার করা হলেও কোনো কোনো সূরায় ১ থেকে ৫টি পর্যন্ত "মুকাত্তা'আত" ব্যবহার করা হয়েছে। আর মোট "মুকাত্তা'আত" আছে ১৫টি।
৪টি সূরা তাদের নাম সেই সূরার শুরুর "মুকাত্তা'আত" নামে নামকরণ করা হয়েছে -
সূরা - ত্বোয়া-হা,
সুরা - ইয়াসীন,
সূরা - ছোয়াদ,
সূরা - ক্বাফ।
নিচে ২৯টি সূরার সিরিয়াল নাম্বার, সূরার নাম ও মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষরগুলি পরপর তুলে দিলাম।
সূরা নং - ২ সূরার নাম- আল-বাকারা মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম
সূরা নং - ৩ সূরার নাম- আলে ইমরান মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম
সূরা নং - ৭ সূরার নাম- আল-আরাফ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম সোয়াদ
সূরা নং - ১০ সূরার নাম- ইউনূস মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম রা
সূরা নং - ১১ সূরার নাম- হুদ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম রা
সূরা নং - ১২ সূরার নাম- ইউসুফ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম রা
সূরা নং - ১৩ সূরার নাম- আর-রাদ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম রা
সূরা নং - ১৪ সূরার নাম- ইব্রাহিম মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম রা
সূরা নং - ১৫ সূরার নাম- আল-হিজর মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম রা
সূরা নং - ১৯ সূরার নাম- মারইয়াম মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- কাফ হা ইয়া আইন সোয়াদ
সূরা নং - ২০ সূরার নাম- ত্বোয়া-হাʾ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- তা হা
সূরা নং - ২৬ সূরার নাম- আশ-শূআরা' মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- তা সিন মিম
সূরা নং - ২৭ সূরার নাম- আন-নামল মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- তা সিন
সূরা নং - ২৮ সূরার নাম- আল-কাসাস মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- তা সিন মিম
সূরা নং - ২৯ সূরার নাম- আল-আনকাবূত মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম
সূরা নং - ৩০ সূরার নাম- আর-রুম মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম
সূরা নং - ৩১ সূরার নাম- লুকমান মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম
সূরা নং - ৩২ সূরার নাম- আস-সিজদাহ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- আলিফ লাম মিম
সূরা নং - ৩৬ সূরার নাম- ইয়াসীন মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- ইয়া সিন
সূরা নং - ৩৮ সূরার নাম- সোয়াদ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- সোয়াদ
সূরা নং - ৪০ সূরার নাম- আল-মু'মিন মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- হা মিম
সূরা নং - ৪১ সূরার নাম- হা-মিন সেজদাহ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- হা মিম
সূরা নং - ৪২ সূরার নাম- আশ-সূরা মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- হা মিম আইন সিন কাফ
সূরা নং - ৪৩ সূরার নাম- যুখরুফ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- হা মিম
সূরা নং - ৪৪ সূরার নাম- আদ-দুখান মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- হা মিম
সূরা নং - ৪৫ সূরার নাম- আল-জাসিয়াহ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- হা মিম
সূরা নং - ৪৬ সূরার নাম- আল-আহক্বাফ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- হা মিম
সূরা নং - ৫০ সূরার নাম- ক্বাফ মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- ক্বাফ
সূরা নং - ৬৮ সূরার নাম- আল-কলম মুকাত্তা'আত বা বিচ্ছিন্ন অক্ষর- নুন
তথ্য সূত্র : বাংলা উইকিপিডিয়া।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২৪ রাত ১২:০৪