অবিশ্বাস্য হলেও সত্যি এগুলি সব বরফ কনার ছবি!
ছবি : ফেসবুক
২ : স্ন্যাপিং কচ্ছপ
কর্দমাক্ত হ্রদের নীচে কয়েক সপ্তাহের ঘুম শেষে এই স্ন্যাপিং কচ্ছপটি (Snapping turtle) বের হয় এসেছে।
অনেক প্রজাতির কচ্ছপ শীতকালে পানির নিচে চলে যায়। কেউ কেউ আবার কাদার ভিতরে ঢুকে কয়েক মাসের জন্য শীত ঘুমে চলে যায়। এই প্রক্রিয়াটি আয়ত্ব করার চেষ্টা করে আসছে আমাদের বিজ্ঞানীরা অনেক বছর ধরেই।
ছবি : টিমোথি সি. রথ
৩ : মাঙ্কি ডাম্পলিং
শীত প্রধান দেশে যখন তাপমাত্রা কমে যায় তখন এই বিশেষ ধরনের লালমুখো বানরেরা তাদের নিজেদের শরীরের তাপে নিজেদের উষ্ণ রাখতে এইভাবে একত্রে জড়ো হয় বসে থাকে। এটাই মাঙ্কি ডাম্পলিং (Monkey Dumpling) নামে পরিচিতো।
ছবি : আলেকজান্ডার বোনেফয়
৪ : মাশরুম
দুনিয়াতে ১০,০০০ এরচেয়েও বেশি পরিচিত মাশরুম রয়েছে। দশ হাজার বেশ বড় একটি সংখ্যা তাতে কোনো সন্দে নেই। তবে মাইকোলজিস্টরা সন্দেহ করেন এই সংখ্যাটি প্রকৃত সংখ্যার একটি ভগ্নাংশ মাত্র!
ছবি : ফেসবুক
৫ : গলিয়াথ ব্যাঙ
গলিয়াথ ব্যাঙ (Goliath frog) গুলি পিচ্ছিল দৈত্য ব্যাঙ (giant slippery frog) নামেই বেশি পরিচিত। বিশ্বের বৃহত্তম পরিচিত ব্যাঙের প্রজাতি এটি। এর ওজন প্রায় ১০ পাউন্ড হতে পারে। এটি ক্যামেরুনে পাওয়া যায়।
ছবি : ফেসবুক
=======================================================================
প্রকৃতির খেয়াল - ০১, প্রকৃতির খেয়াল - ০২, প্রকৃতির খেয়াল - ০৩, প্রকৃতির খেয়াল - ০৪, প্রকৃতির খেয়াল - ০৫
প্রকৃতির খেয়াল - ০৬, প্রকৃতির খেয়াল - ০৭, প্রকৃতির খেয়াল - ০৮
=======================================================================
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩২