রংধনু রাঙ্গা এই মাছটির নাম Rose-Veiled Fairy Wrasse যা মালদ্বীপের সমূদ্রের ঢেউয়ের নীচের কোরাল প্রাচীর এলাকায় বসবাস করে। এটিকে জীবন্ত রংধনু বললে কোনো ভুল হবে না। এর বৈজ্ঞানিক নাম সিরহিলাব্রাস ফিনিফেনমা। মালদ্বীপের জাতীয় ফুল হচ্ছে গোলাপী গোলাপ। আর স্থানীয় ভাষায় "ফিনিফেনমা" মানে হচ্ছে "গোলাপ"।
ছবি: ফেসবুক
২ : পিতা!!
মা জাউফিশ (Jawfish) ডিম দিয়েই খালাস। বেচারা বাবা সেই ডিমগুলি ফুটে বাচ্চা জন্মানো পর্যন্ত নিজের মুখের ভিতরে রেখেই শিকারিদের হাত থেকে ডিম ও বাচ্চাদের হেফাজত করে যায়। তবে পুরুষটির ভাগ্য ভালো। মাত্র ৫ থেকে ৭ দিনেই তার ডিউটি শেষ হয়।
ছবি: সংগৃহীত
৩ : হাতির দাঁত
তানজানিয়ার কাছে মাউন্ট কিলিমাঞ্জারো এলাকায় বিশাল দাঁতাল এই হাতিটিকে দেখতে পাওয়া গিয়েছিলো। এতো বড় দাঁতাল হাতি খুব কমই দেখতে পাওয়া যায়। এই হাতিটির প্রতিটি দাঁতারে ওজন আনুমানিক ৯০ কেজি হবে।
ছবি: মোহাম্মদ মির্জা
৪ : সাঁতার কাটার ইচ্ছে আছে?
ধারনা করা হয় ব্রাজিলের প্যান্টানালের জলাভূমিতে প্রায় এক কোটি ইয়াকেয়ার ক্যাম্যান (yacare caimans) বা কুমিরের বসবাস। ছবিতে যে কয়টি কুমির দেখছেন সেখানেই শেষ নয়। তাদের পিছনে যতগুলি চকচকএ উজ্জ্বল বিন্দু দেখা যাচ্ছে তাদের প্রতিটি বিন্দুই কুমিরের চোখ। ফলে এটি সাঁতার কাটতে যাওয়ার সেরা জায়গা গুলির মধ্যে একটি নাও হতে পারে আপনার জন্য।
ছবি: লুসিয়ানো ক্যান্ডিসানি
৫ : ভিন গ্রহের প্রাণী!!
প্রেয়িং ম্যান্টিস (Praying mantis) কে প্রথম দর্শনে ভিনগ্রহের প্রাণী মনে হলেও এরা আমাদের পৃথিবীরই বাসিন্দা। এই পোঁকাদের প্রায় ২,৪০০ প্রজাতি আছে। দেখতেই পাচ্ছেন এদের দুটি চোখ আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল এদের মাত্র একটি কান, সেটি থাকে আবার তাদের পেটের নীচে। এরা আল্ট্রাসাউন্ড শব্দ সনাক্ত করতে পারে।
ছবি: ফেসবুক
=======================================================================
প্রকৃতির খেয়াল - ০১, প্রকৃতির খেয়াল - ০২, প্রকৃতির খেয়াল - ০৩, প্রকৃতির খেয়াল - ০৪, প্রকৃতির খেয়াল - ০৫
=======================================================================