আমাদের মহাসাগরগুলিতে প্রায় লক্ষাধিক বিভিন্ন ধরণের সামুদ্রিক ঝিনুক বা শামুক রয়েছে। আদের মধ্যে এটি সবচেয়ে আকর্ষণীয় বলা চলে। এর নাম ভেনাস কম্ব মিউরেক্স (Venus comb murex), বৈজ্ঞানিক নাম মুরেক্স পেকটেন (Murex pecten), এরা শিকারী সামুদ্রিক শামুকের একটি প্রজাতি।
ছবি : উইকিপিডিয়া
২ : মাশরুম
মাশরুমের এই ছবি দেখে প্রথমেই আমার কাছে মনে হয়েছে মোলায়েম আইক্রিমের উপরে মধু আর জেলি দিয়ে সাজিয়ে রেখেছে। প্রকৃতপক্ষে এগুলি 'গটেশন' (guttation) নামক একটি প্রক্রিয়ার কারণে হয়েছে। এই প্রক্রিয়ায় এটি মাশরুম তার ভিতরে থাকা অতিরিক্ত জল বাইরে বের করে দেয়।
ছবি : ফেসবুক
৩ : আটলান্টিক ভৌতিক কাঁকড়া
নাম তার Atlantic ghost crabs বাংলা করলে তো আটলান্টিক ভৌতিক কাঁকড়া-ই হয়! এই ধরনের কাঁকড়ারা তাদের চোখ ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে। আর এই কারণেই সম্ভবতো তাদের এমন অদ্ভূত নাম রাখা হয়েছে।
ছবি : স্টিফান ল্যাংহান্সে
৪ : বোম্বে বুশ ব্যাঙের ডিম
মিটিং সিজনে বোম্বে বুশ ব্যাঙ (Bombay Bush Frog) গুলির পুরুষরা কিছু ডাল বা পাতার উপর বসে বারবার ডাকতে থাকে।
সেই ডাক শুনে মহিলা ব্যাঙ ঠিক যে জায়গা থেকে পুরুষটি ডাকছিল সেখানে গিয়ে কিছু ডিম পেরে চলে যায়। তারপর পুরুষ ব্যাঙটি সেখানে ফিরে এসে সেই ডিমগুলিকে নিষিক্ত করে। ১২ থেকে ১৫ দিন পর ডিম থেকে এই ব্যাঙের বাচ্চাগুলি বেরিয়ে আসে। এরা ভারতের পশ্চিমাঞ্চলে স্থানীয় বাসিন্দা।
ছবি : গিরিশ গৌড়া
৫ : ফল খেকো বাদুড়
ছবিতে যাকে দেখছেন সে ফল খেকো বাদুর। এদের প্রধান খাবার ফল, সেই সাথে এরা ফুলও খায়। ফল খেয়ে এরা ফলের বীজ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ছবি : সীতারাম রাউল
=======================================================================
প্রকৃতির খেয়াল - ০১
প্রকৃতির খেয়াল - ০২
=======================================================================
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৭