কমলা রঙের সুন্দর দেখতে এই ব্যাঙটির নাম হচ্ছে কুমড়ো পটাশ থুক্কু পাম্পকিন টোডলেট (Pumpkin toadlet)। এরা খুবই ছোট প্রজাতির এক ধরনের ব্যাঙ, যাদের সাইজ আপনার বুড় আঙ্গুলের নখের সমান বা তারচেয়ে কিছু ছোটোও হতে পারে। সাইজ ডাজ নট ম্যাটার, বাট ব্যটারা ব্যাঙ হয়েও ঠিক মতো লাফাতে পারে না। দেখা গেছে এরা ফাল দিয়ে পায়ের উপরে ল্যান্ড না করে কখনো পড়ে পিঠ দিয়ে কখনো মাথা নিচে দিয়ে। বুঝেন অবস্থা।
ফটোগ্রাফার : লুইজ এফ রিবেইরো
২ : চূড়ান্ত উন্মাদনা
ভাবছেন মৌমাছিগুলি কি করছে?
এরা হচ্ছে পুরুষ ক্যাকটাস মৌমাছি (Cactus Bees) যারা একটি স্ত্রী মৌমাছির সাথে মিলনের জন্য এই প্রতিযোগিতায় নেমেছে।
ফটোগ্রাফার : কারিন অ্যাগনি
৩ : বনের আসল পরী!!
দক্ষিণ আমেরিকার এক ধরনের ঘাসফড়িং (Grasshopper) হল এই টাইটানাক্রিস (Titanacris), তবে এদের পরী বলাটা ঠিক হলো না, কারণ এরা আসলে পুরুষ!
ছবি : উইকি
৪ : বাদুর কলনী
ছবিতে এগুলি দেখছেন মেক্সিকান ফানেল কানওয়ালা বাদুড় (mexican greater funnel-eared bats) এর কলনী। বাদুড়ের এই ধরনের গুহাগুলিতে প্রায় ১০০% আর্দ্রতা থাকে এবং তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাই এ গুহাগুলিকে 'গরম গুহা' (hot caves) নামে ডাকা হয়।
আমি বাংলাদেশে কয়েকটি পুরনো স্থাপনায় দেখেছি যেখানে হাজার হাজার বাদুর বা চামচিকা থাকে। সেগুলির ধারে কাছে যাওয়া যায়না অসহ্য গন্ধের কারণে।
ছবি : ফেসবুক
৫ : আলোকময় ঈল
আমরা ইলেকট্রিক ঈলের খবর জানি, কিন্তু এতো দেখি বিজলী বাত্তি লাগানো ঈল!! ঈলের নিচে যে বাত্তি লাগানো অংটি ঝুলে আছে সেটি আসলে ব্যাটার পাকস্থলী। এমন নান্দনিক পাকস্থলী আর কার আছে আমার জানা নাই। এই ধরনের ইলেরা সাথারণত গভীর সমুদ্রের বাসিন্দা। জীবিত এই ধরণের ঈলের এটিই প্রথম ছবি!
ফটোগ্রাফার : জেফ মিলিসেন
=======================================================================
প্রকৃতির খেয়াল - ০১
=======================================================================
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৪