মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (Marvel Cinematic Universe) এর মার্ভেল স্টুডিওজ মার্ভেলের কমিক্সের সুপারহিরোদের নিয়ে মুভি তৈরি ও রিলিজ করা শুরু করে ২০০৮ সালে Iron Man মুভি দিয়ে। সেই থেকে এখন পর্যন্ত মার্ভেল স্টুডিওজ মোট ২৯টি সুপারহিরো মুভি রিলিজ করেছে।
রিলিজ অর্ডার হিসেবে সেই ২৯ সুপারহিরো মুভি গুলি হচ্ছে-
১ : Iron Man (2008)
২ : The Incredible Hulk (2008)
৩ : Iron Man 2 (2010)
৪ : Thor (2011)
৫ : Captain America: The First Avenger (2011)
৬ : The Avengers (2012)
৭ : Iron Man 3 (2013)
৮ : Thor: The Dark World (2013)
৯ : Captain America: The Winter Soldier (2014)
১০ : Guardians of the Galaxy (2014)
১১ : Avengers: Age of Ultron (2015)
১২ : Ant-Man (2015)
১৩ : Captain America: Civil War (2016)
১৪ : Doctor Strange (2016)
১৫ : Guardians of the Galaxy Vol. 2 (2017)
১৬ : Spider-Man: Homecoming (2017)
১৭ : Thor: Ragnarok (2017)
১৮ : Black Panther (2018)
১৯ : Avengers: Infinity War (2018)
২০ : Ant-Man and the Wasp (2018)
২১ : Captain Marvel (2019)
২২ : Avengers: Endgame (2019)
২৩ : Spider-Man: Far From Home (2019)
২৪ : Black Widow (2021)
২৫ : Shang-Chi and the Legend of the Ten Rings (2021)
২৬ : Eternals (2021)
২৭ : Spider-Man: No Way Home (2021)
২৮ : Doctor Strange in the Multiverse of Madness (2022)
২৯ : Thor: Love and Thunder (2022)
আগামিতে মুক্তি পাবে যেসব সুপারহিরো মুভি সেগুলি হচ্ছে -
৩০ : Black Panther: Wakanda Forever (2022)
৩১ : Ant-Man and the Wasp: Quantumania (2023)
৩২ : Guardians of the Galaxy Vol. 3 (2023)
৩৩ : The Marvels (2023)
৩৪ : Blade (2023)
৩৫ : Captain America: New World Order (2024)
৩৬ : Thunderbolts (2024)
৩৭ : Fantastic Four (2024)
৩৮ : Avengers: The Kang Dynasty (2025)
৩৯ : Avengers: Secret Wars (2025)
এখানে বেশ কয়েকটি আলাদা আলাদা সুপারহিরো সিরিজ ও ক্রস-অভার সিরিজ আছে। অ্যাভেঞ্জার্স হচ্ছে এমন একটি ফ্র্যাঞ্চাইজি যেখানে অনেকগুলি সিরিজ ক্রস-অভার হয়েছে। সিরিজ হিসেবে দেখতে গেলে-
১ম সিরিজ Iron Man থেকে ৩টি মুভি বেরিয়েছে
১ : Iron Man (2008)
২ : Iron Man 2 (2010)
৩ : Iron Man 3 (2013)
২য় সিরিজ The Hulk থেকে ১টি মুভি বেরিয়েছে
The Incredible Hulk (2008)
২০০৩ সালে Hulk নামে আরেকটি মুভি বেরিয়েছিলো, তবে সেটি সম্ভবতো Universal Pictures তৈরি করেছিলো।
Hulk এর আর কোনো মুভি না বের হলেও Avengers মুভি গুলিতে Hulk-কে বারবার দেখা যায়।
৩য় সিরিজ Thor থেকে ৪টি মুভি বেরিয়েছে
১ : Thor (2011)
২ : Thor : The Dark World (2013)
৩ : Thor : Ragnarok (2017)
৪ : Thor : Love and Thunder (2022)
৪র্থ সিরিজ Captain America থেকে ৩টি মুভি বেরিয়েছে
১ : Captain America : The First Avenger (2011)
২ : Captain America : The Winter Soldier (2014)
৩ : Captain America : Civil War (2016)
৫ম সিরিজ Avengers থেকে ৪টি মুভি বেরিয়েছে
১ : The Avengers (2012)
২ : Avengers : Age of Ultron (2015)
৩ : Avengers : Infinity War (2018)
৪ : Avengers : Endgame (2019)
৬ষ্ঠ সিরিজ Guardians of the Galaxy থেকে ২টি মুভি বেরিয়েছে
১ : Guardians of the Galaxy (2014)
২ : Guardians of the Galaxy Vol. 2 (2017)
৭ম সিরিজ Ant-Man থেকে ৩টি মুভি বেরিয়েছে
১ : Ant-Man (2015)
২ : Ant-Man and the Wasp (2018)
৮ম সিরিজ Doctor Strange থেকে ২টি মুভি বেরিয়েছে
১ : Doctor Strange (2016)
২ : Doctor Strange in the Multiverse of Madness (2022)
৯ম সিরিজ Spider-Man থেকে ৩টি মুভি বেরিয়েছে
১ : Spider-Man : Homecoming (2017)
২ : Spider-Man : Far From Home (2019)
৩ : Spider-Man : No Way Home (2021)
তবে এর আগে Spider-Man সিরিজের আরো ৫টি মুভি বেরিয়েছিলো যেগুলি মার্ভেল তৈরি করেনি। সেই মুভি গুলি হচ্ছে-
১ : Spider-Man (2002)
২ : Spider-Man 2 (2004)
৩ : Spider-Man 3 (2007)
৪ : The Amazing Spider-Man (2012)
৫ : The Amazing Spider-Man 2 (2014)
১০ম সিরিজ Black Panther থেকে ১টি মুভি বেরিয়েছে
১ : Black Panther (2018)
এই বছরই এই সিরিজের আরেকটি মুভি বের হওয়ার কথা আছে।
১১ তম সিরিজ Captain Marvel থেকে ১টি মুভি বেরিয়েছে
১ : Captain Marvel (2019)
আগামি বছরই এই সিরিজের আরেকটি মুভি বের হওয়ার কথা আছে।
১২ তম সিরিজ Black Widow থেকে ১টি মুভি বেরিয়েছে
১ : Black Widow (2021)
১৩ তম সিরিজ Shang-Chi and the Legend of the Ten Rings থেকে ১টি মুভি বেরিয়েছে
১ : Shang-Chi and the Legend of the Ten Rings (2021)
১৪ তম সিরিজ Eternals থেকে ১টি মুভি বেরিয়েছে
১ : Eternals (2021)
এগুলি ছাড়াও X-Men, Logan, Deadpool, Venom, Morbius ইত্যাদি সিরিজ গুলি মার্ভেলের সুপারহিরোদের নিয়ে তৈরি হলেও মার্বেল সেগুলি তৈরি করেনি। আগামিতে সেগুলি সম্পর্কেও পোস্ট দিবো।
তবে আপনার যদি কেউ এই ২৯টি মুভি দেখতে চান তাহলে কোনটার পরে কোনটা দেখবেন তার একটা সিরিয়াল আছে-
১ : Captain America: The First Avenger
২ : Captain Marvel
৩ : Iron Man
৪ : Iron Man 2
৫ : The Incredible Hulk
৬ : Thor
৭ : The Avengers
৮ : Iron Man 3
৯ : Thor: The Dark World
১০ : Captain America: The Winter Soldier
১১ : Guardians of the Galaxy
১২ : Guardians of the Galaxy 2
১৩ : Avengers: Age of Ultron
১৪ : Ant-Man
১৫ : Captain America: Civil War
১৬ : Spider-Man: Homecoming
১৭ : Doctor Strange
১৮ : Black Widow
১৯ : Black Panther
২০ : Thor: Ragnarok
২১ : Ant-Man and the Wasp
২২ : Avengers: Infinity War
২৩ : Avengers: Endgame
২৪ : Shang-Chi and The Legend of the Ten Rings
২৫ : Spider-Man: Far From Home
২৬ : Spider-Man: No Way Home
২৭ : Eternals
২৮ : Doctor Strange in the Multiverse of Madness
২৯ : Thor: Love and Thunder
হাতে বেকার সময় থাকলে শুরু হয়ে যান।
=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -
আমার দেখা হলিউড মুভি - ০১
আমার দেখা হলিউড মুভি - ০২
আমার দেখা হলিউড মুভি - ০৩
আমার দেখা হলিউড মুভি - ০৪
সাই-ফাই মুভি সিরিজ Alien
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় মুভি Predator 2
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি Predators
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির চতুর্থ মুভি The Predator
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ১
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ২
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ৩
জনি ডেপের সিনেমা "Nick of Time"
The Invisible Guest
টাইম-লুপ নিয়ে হিন্দি সিনেমা Looop Lapeta
আইনি ড্রামা সিনেমা - জয় ভীম (Jai Bhim)
২০২১ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি
=================================================================