১। পেন ড্রাইভ
বিয়ের ১০ বছর পরে স্ত্রী বিষন্ন ভঙ্গিতে স্বামীকে বললো : “তুমি আমাকে কখনোই ভালোবাসোনি!”।
স্বামী রেগে গিয়ে বললো : “তাহলে এই হাফ ডজন ছেলে - মেয়ে কি আমি ইন্টারেন থেকে ডাউনলোড করেছি?
স্ত্রী আরো বেশী রেগে গিয়ে জবাব দিলো : তোমার যা ডাউনলোড স্পিড!!! এগুলো আমি পাশের বাড়ির বল্টু, পল্টু আর পিন্টুর ‘পেন ড্রাইভ’ থেকে নিয়েছি।
২। রাজিত পালের মেয়ে বনশ্রী
বনশ্রী ফুটফুটে বাচ্চা মেয়ের। কেউ তাঁর নাম জিজ্ঞেস করলে বলে- “আমি রাজিত পালের মেয়ে বনশ্রী”।
একদিন বনশ্রীর মা বনশ্রীকে ধমক দিয়ে বললেন : শােন, কেউ নাম জিজ্ঞেস করলে “আমি রাজিত পালের মেয়ে” বলবি না। বাবার নাম বলার দরকার নেই। বুঝেছাে?
বনশ্রী ঘাড় কাৎ করে বললো বুঝেছি।
পরদিন এক ভদ্রলােক বনশ্রীকে প্রশ্ন করলেন : “আরে, তুমি রাজিত পালের মেয়ে বনশ্রী না?"
বনশ্রী জবাব দিলো : কাল পর্যন্ত তো তাই জানতাম। কিন্তু মা বলেছেন - "না"।
৩। রহিঙ্গা ভাষা
এক নববিবাহিত দম্পতি হনিমুন করতে গেলো কক্সবাজারে।
একদিন কক্সবাজার থেকে টেকনাফের দিকে একটি নির্জন যায়গায় পৌছে গেলে ঘুরতে ঘুরতে।
হঠাৎ চারটে রহিঙ্গা গুণ্ডা এসে মেয়েটিকে টেনে হিচড়ে নিয়ে সবাই মিলে বলাৎকার করে চলে গেল।
স্বামী চুপচাপ সব দেখল, টু শব্দটি করল না।
গুগুরা চলে যাবার পর স্ত্রী বেচারী শাড়ি কাপড় গুছিয়ে ঘৃণ্য চোখে স্বামীর দিকে তাকিয়ে বলল : "তুমি মানুষ না, ইঁদুরেরও অধম। ওরা এভাবে আমার ওপর অত্যাচার করল তুমি একটা কথাও বললে না?"
স্বামী ভদ্রলােক বলল : "বােকার মতাে কথা বলাে না। আমি কথা বলব কি করে? আমি কি রহিঙ্গা ভাষা জানি যে কথা বলবো!
৪। Classes
ক্লাশেপ্রফেসর আসার আগে একটি দুষ্ট ছাত্র ক্লাশের ব্ল্যাকবাের্ডে লিখে দিলো
— The Professor will not take his classes today.
তাই দেখে একটি মস্তান ছেলে এসে Classes-এর “C”টা কেটে দিল। হয়ে গেল
—The Professor will not take his lasses today.
একটি ছাত্রী লেখাটি দেখে রেগে গিয়ে lasses-এর থেকে “L”টা কেটে দিল। এখন লেখাটা দাড়ালো
— The Professor will not take his asses today.
৫। ছেলে হয়েছে!
ডেলিভারী রুম থেকে নার্স বাচ্চা কোলে নিয়ে বেরিয়ে আসতেই বাচ্চার মামী দৌড়ে গিয়ে বাচ্চা দেখতে লাগল। হাত দিয়ে আদর করতে করতে বলল, দিদির কি সুন্দর ছেলে হয়েছে। দেখতে একেবারে জামাইবাবুর হয়েছে। আমি জানতাম দিদির ছেলেই হবে।
নার্স : দেখুন, আপনার দিদির ছেলে নয়, মেয়ে হয়েছে। এবার আমার আঙুলটা ছেড়ে দিন প্লিজ।
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০১
সূত্র: শচীন ভৌমিক এর লেখা থেকে সংগৃহীতো।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২২ রাত ১২:১০