বইয়ের নাম : দিঘির জলে কার ছায়া গো
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০৯
প্রকাশক : অন্যপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যা : ৯৪ টি
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
মুহিব আট বছর আগে দুইবার পরীক্ষা দিয়ে থার্ড ক্লাশ পেয়ে বি.এ. পাশ করেছে। এতো দিন ধরে চেষ্টা করেও কোন চাকরি পায়নি বলে তাঁর বাবা তাঁকে গাধামান, অধামানব বলে ডাকে। অতিধনী পরিবারের মেয়ে লীলার সাথে তার পরিচয় হঠাৎ করেই, সেই পরিচয় থেকে প্রেম।
একদিন হঠাৎ করেই মুহিব একটি নাটকে একটি দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়ে যায়। তার সেই এক শটের আভিনয় দেখে নাটকের পরিচালক আর প্রতিষ্ঠিত নায়িকা মুগ্ধ হয়ে যায়। তাই মুহিবকে একটি নাটকে আভিনয়ের সুযোগ করে দেয়।
মুহিবের বাবা একটি মেয়েদের কোচিং সেন্টার চালায়। একদিন হঠাৎ করেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। কারণ তিনি নাকি তাঁর এক ছাত্রীকে ধষণের চেষ্টা করেছেন। পুলিশের মার খেয়ে তিনি সেগুলি স্বীকার করেন। কিন্তু মুহিব সেই ছাত্রীর বাবার সাথে কথা বলে জানতে পারে মেয়েটি মুহিবের বাবার কোচিং এর পার্টনারের পাল্লায় পরে মিথ্যে মামলা করেছে। মুহিব তাঁদের একমাত্র সম্বল বাড়ি বিক্রি করে সেই টাকা উকিলকে দেয় তাঁর বাবাকে ছাড়িয়ে আনতে। কিন্তু বিচারে তাঁর বাবার সাত বছরের সাজা হয়ে যায়।
অন্যদিকে মুহিবের অভিনিত নাটক প্রচার হয়, খুবই ভালো অভিনয় করে সে। সাত বছর পরে যখন সে তার স্ত্রীকে নিয়ে জেল গেটে আসে তাঁর বাবাকে নিয়ে যেতে তখন সে বিশাল সেলিব্রেটি।
----- সমাপ্ত -----
=======================================================================
আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী