আজি পূর্ণিমা রাতে জাগিছে চন্দ্রমা,
বকুলকুঞ্জ দক্ষিণবাতাসে দুলিছে কাঁপিছে
থরোথরো মৃদু মর্মরি।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৫/১১/২০১৬ ইং
লুকোচুরি
সবাই দেখি চাঁদ আর মেঘের লুকোচুরির চমৎকার সব ছবি তোলে। ক্যামেরার সেটিং যে কি হবে সেটাই জানিনা আমি। একদিন সন্ধ্যায় তার ব্যর্থ চেষ্টার নমুনা।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১২/১১/২০১৯ ইং
ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই;
হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই।
----- হুমায়ূন আহমেদ -----
ছবি তোলার স্থান : কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং
ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে
যবে চৈতী বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে।।
তোমার মুখের জোছনা নিয়ে
উঠবে যে চাঁদ ঝিলমিলিয়ে,
হেনার সুবাস ফেলবে নিশাস তোমার বাতায়নে।।
----- কাজী নজরুল ইসলাম -----
ছবি তোলার স্থান : কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং
পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে,
যেন সিন্ধুপারের পাখি তারা, যা য় যা য় যায় চলে॥
আলোছায়ার সুরে অনেক কালের সে কোন্ দূরে
ডাকে আ য় আ য় আয় বলে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০৯/২০১৫ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
চন্দ্রবিলাস - ০১
চন্দ্রবিলাস - ০২
চন্দ্রবিলাস - ০৩
=================================================================
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২২ দুপুর ১২:০১