কক্সবাজারকে বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয়। কক্সবাজার চট্টগ্রাম বিভাগের একটি জেলা। এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের জেলা। কক্সবাজার জেলার মোট আয়তন ২৪৯১.৮৬ বর্গ কিলোমিটার। কক্সবাজার জেলায় ৯টি উপজেলা, ৯টি থানা, ৪টি পৌরসভা, ৭১টি ইউনিয়ন, ১৮৮টি মৌজা, ৯৯২টি গ্রাম ও ৪টি সংসদীয় আসন রয়েছে।
কক্সবাজারে মুক্তিযুদ্ধের ঘটনাবলি :
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী টেকনাফ ডাকবাংলোতে ক্যাম্প স্থাপন করে। চকরিয়ায় ১৩ জন লোককে হত্যা করে এবং বিভিন্ন স্থানে বাড়িঘর ও দোকানপাট জ্বালিয়ে দেয়। রামু, উখিয়া ও টেকনাফ থেকে প্রায় ২৫০জন নিরীহ লোককে ক্যাম্পে নিয়ে হত্যা করে। কক্সবাজারে মুক্তিযুদ্ধের ৩টি স্মৃতিস্তম্ভ এবং ১টি বধ্যভূমি রয়েছে।
কক্সবাজার জেলার উপজেলা ৯টি হচ্ছে : - ০১। ঈদগাঁও, ০২। উখিয়া, ০৩। কক্সবাজার সদর, ০৪। কুতুবদিয়া, ০৫। চকরিয়া, ০৬। টেকনাফ, ০৭। পেকুয়া, ০৮। মহেশখালী ও ০৯। রামু।
(০১) ঈদগাঁও উপজেলা
ঈদগাঁও উপজেলাটি এই কয়েকদিন আগে তৈরি করা হয়েছে। তাই এই উপজেলার দর্শণীয় স্থান গুলি পুরনো উপজেলায় রেয়ে গেছে।
(০২) উখিয়া উপজেলা
১ । ইনানী সমুদ্র সৈকত, GPS coordinates : 21°13'60.0"N 92°02'47.8"E
২ । কানা রাজার সুড়ঙ্গ / আন্ধার মানিক, GPS coordinates : জানা নেই
(০৩) কক্সবাজার সদর উপজেলা
১ । লাবণী পয়েন্ট সমুদ্র সৈকত, GPS coordinates : 21°25'36.3"N 91°58'15.8"E
২ । মহাসিংদোগ্রী কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির, GPS coordinates : 21°26'23.5"N 91°58'53.4"E
৩ । আগ্গ মেধা ক্যাং / অগ্গমেধা বৌদ্ধ বিহার, GPS coordinates : 21°26'27.3"N 91°58'53.8"E
৪ । Uni রাখাইন বৌদ্ধ স্থুপ, GPS coordinates : 21°26'22.0"N 91°59'04.5"E
৫ । বাহারছড়া বুদ্ধিস্ট মনাস্টেরী, GPS coordinates : 21°26'14.3"N 91°58'33.4"E
৬ । হিল টপ মার্কিট হাউস, GPS coordinates : 21°26'07.6"N 91°58'34.7"E
৭ । পিতাকেট বুদ্ধিস্ট টেম্পল, GPS coordinates : 21°25'59.7"N 91°58'43.4"E
৮ । রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, GPS coordinates : 21°26'32.4"N 91°58'12.3"E
৯ । সাঁচী চৌধুরী জামে মসজিদ, GPS coordinates : 21°25'54.7"N 92°00'10.4"E
১০ । সুগন্ধা সি বিচ, GPS coordinates : 21°25'17.9"N 91°58'36.4"E
১১ । কলাতলি বীচ, GPS coordinates : 21°24'51.3"N 91°58'60.0"E
১২ । দরিয়া নগর ইকো পার্ক, GPS coordinates : 21°23'41.9"N 91°59'58.8"E
১৩ । দরিয়া নগর সমুদ্র সৈকত, GPS coordinates : 21°23'12.5"N 92°00'11.0"E
১৪ । দক্ষিণারাম বৌদ্ধ বিহার, GPS coordinates : 21°30'46.3"N 92°00'43.6"E
(০৪) কুতুবদিয়া উপজেলা
১ । কালার মার মসজিদ, GPS coordinates : 21°53'28.3"N 91°51'25.4"E
২ । কুতুবদিয়া সৈকত, GPS coordinates : 21°48'56.4"N 91°50'47.2"E
৩ । কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্র, GPS coordinates : 21°47'09.9"N 91°50'39.3"E
(০৫) চকরিয়া উপজেলা
১ । হারবাং বৌদ্ধ মন্দির, GPS coordinates : 21°49'59.4"N 92°03'22.3"E
২ । ফজলুর রহমান কেউক তিন গম্বুজ জামে মসজিদ, GPS coordinates : 21°45'09.6"N 92°08'49.6"E
৩ । ফজলুর রহমান কেউকের বাড়ি / মানিকপুর জমিদার বাড়ি, GPS coordinates : 21°45'11.2"N 92°08'51.4"E
৪ । বঙ্গবন্ধু শেখ মজিব সাফারি পার্ক, GPS coordinates : 21°40'14.2"N 92°05'13.8"E
৫ । ইলিশিয়া জামে মসজিদ, GPS coordinates : 21°45'18.2"N 91°58'54.5"E
৬ । মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান (ট্রি এডভেঞ্চার), GPS coordinates : 21°37'45.0"N 92°04'40.5"E
(০৬) টেকনাফ উপজেলা
১ । টেকনাফ সমুদ্র সৈকত, GPS coordinates : 20°50'48.2"N 92°16'18.8"E
২ । সাবরাং ট্যুরিজম পার্ক, GPS coordinates : 20°48'40.7"N 92°17'49.0"E
৩ । শাহপরীর দ্বীপ, GPS coordinates : 20°46'07.6"N 92°20'29.8"E
৪ । মাথিনের কূপ, GPS coordinates : 20°51'53.0"N 92°18'02.1"E
৫ । দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাংকার, GPS coordinates : জানা নেই
৬ । টেকনাফ বার্মিজ মার্কেট, GPS coordinates : 20°51'57.8"N 92°18'04.2"E
৭ । টেকনাফ জেটি, GPS coordinates : 20°52'15.4"N 92°18'39.0"E
৮ । সেন্ট মার্টিন্স দ্বীপ, GPS coordinates : 20°37'57.4"N 92°19'40.8"E
৯ । ছেঁড়া দ্বীপ, GPS coordinates : 20°34'50.9"N 92°20'15.4"E
(০৭) পেকুয়া উপজেলা
১ । মগনামা ঘাট, GPS coordinates : 21°49'21.2"N 91°54'38.8"E
(০৮) মহেশখালী উপজেলা
১ । রাখাইনপাড়া বৌদ্ধ মন্দির, GPS coordinates : 21°31'04.8"N 91°58'14.6"E
২ । বড় রাখাইনপাড়া বৌদ্ধ মন্দির, GPS coordinates : 21°31'15.8"N 91°58'04.2"E
৩ । আদিনাথ মন্দির, GPS coordinates : 21°31'41.4"N 91°58'29.3"E
৪ । সোনাদিয়া সমুদ্র সৈকত, GPS coordinates : 21°28'53.8"N 91°53'13.7"E
(০৯) রামু উপজেলা
১ । Rainbow Waterfalls, GPS coordinates : 21°22'25.2"N 92°00'50.4"E
২ । Mounita Waterfalls, GPS coordinates : 21°22'09.7"N 92°01'00.8"E
৩ । হিমছড়ি ঝর্ণা, GPS coordinates : 21°21'17.6"N 92°01'34.1"E
৪ । হিমছড়ি পাহাড় ভিউ পয়েন্ট, GPS coordinates : 21°21'24.8"N 92°01'28.6"E
৫ । পেচার দ্বীপ, GPS coordinates : 21°17'44.2"N 92°03'32.1"E
৬ । রেজু খাল ব্রীজ GPS coordinates : 21°17'40.7"N 92°03'03.5"E
৭ । রাং উ রাংকুট বনাশ্রম, GPS coordinates : 21°24'09.5"N 92°06'42.5"E
৮ । শ্রী শ্রী রাম কোট তীর্থধাম, GPS coordinates : 21°24'04.0"N 92°06'44.0"E
৯ । লামার পাড়া বৌদ্ধ বিহার, GPS coordinates : 21°24'58.1"N 92°06'18.2"E
১০ । Cha To Fa Stupa, GPS coordinates : 21°26'06.9"N 92°07'15.2"E
১১ । ভূবন শান্তি ১00 ফুট গৌতম বুদ্ধ মূর্তি, GPS coordinates : 21°26'52.5"N 92°05'34.1"E
১২ । নারিকেল বাগান, GPS coordinates : 21°23'17.7"N 92°06'49.9"E
আমার দেয়া তালিকার বাইরে কোনো স্থান আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানানোর অনুরোধ রইলো। তাতে করে তালিকাটি আরো সমৃদ্ধ হবে। আশাকরি সকলে সহযোগীতা করবেন।
ঘোষণা :
জেলার প্রাথমিক তথ্য উইকি বা অন্য কোনো সাইট থেকে সংগ্রহ করা হবে।
ছবি আমার তোলা হলে ছবিতে "@মরুভূমির জলসদ্য" লেখা থাকবে।
বাকি ছবিগুলি গুগল ম্যাপ থেকে সংগ্রহ করা হবে এবং ছবিতে শেয়ারকারীর নাম লিখে দেয়ার চেষ্টা করা হবে।
সবগুলি জেলার তালিকা এখানে
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২১ রাত ১:৫৬