ছবি তোলার স্থান : গুলমার্গ, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৯/০৫/২০১৫ইং
বছর পনের আগেও ঝর্ণা বললতেই দেশের মানুষ চিনতো মাধবকুণ্ড ঝর্ণা, হিমছড়ির ঝর্ণা, বান্দরবানের শৈলপ্রপাত এই হাতে গোনা কয়েকটিই। কিন্তু এখন জানা যায় আমাদের দেশে প্রচুর ঝর্ণা আছে। আমি নিজে অল্প কয়েকটি ঝর্ণা দেখার সুযোগ পেয়েছি। ব্যাকপেইন আর বিশাল ভূড়ি নিয়ে ২০১৬ সালে সাহস করে গিয়েছিলাম মিরসরাই ঝর্ণা অভিযানে। ২ দিনে গোটা আট-নয় টা ঝর্ণা দেখেছিলাম।
২০১৫ সালে কাশ্মীম ভ্রমণের সময় সেখানেও কয়েকটি ঝর্ণা বা বলা ভালো পাহাড়ি ছড়া দেখার সুযোগ হয়েছে। সেই সব ঝর্ণার ৫টি ছবি রইলো।
বান্দরবানের থানচির ডিম পাথর এলাকায় এই ছোট্ট ছড়াটি
ছবি তোলার স্থান : থানচি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০২০ইং
জম্মু থেকে পেহেলগাম যাওয়ার সময় চলতি পথে চলন্ত গাড়ি থেকে তোলা এই ঝর্ণার ছবিটি
ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ইং
ঝিরিপথ
ছবি তোলার স্থান : মিরসরাই, চট্টগ্রাম, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৭/২০১৬ ইং
ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!
তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা!
অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে,
গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে,
তনু ভরি' যৌবন, তাপসী অপর্ণা!
ঝর্ণা!
পাষাণের স্নেহধারা! তুষারের বিন্দু!
ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু|
মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও-অঙ্গে,
চুমা-চুমকীর হারে চাঁদ ঘেরে রঙ্গে,
ধূলা-ভরা দ্যায় ধরা তোর লাগি ধর্ণা!
ঝর্ণা!
এস তৃষার দেশে এস কলহাস্যে -
গিরি-দরী-বিহীরিনী হরিনীর লাস্যে,
ধূসরের ঊষরের কর তুমি অন্ত,
শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত;
ভরা ঘট এস নিয়ে ভরসায় ভর্ণা;
ঝর্ণা!
শৈলের পৈঠৈয় এস তনুগত্রী!
পাহাড়ে বুক-চেরা এস প্রেমদাত্রী!
পান্নার অঞ্জলি দিতে দিতে আয় গো,
হরিচরণ-চ্যুতা গঙ্গার প্রায় গো,
স্বর্গের সুধা আনো মর্ত্যে সুপর্ণা!
ঝর্ণা!
মঞ্জুল ও-হাসির বেলোয়ারি আওয়াজে
ওলো চঞ্চলা ! তোর পথ হল ছাওয়া যে!
মোতিয়া মোতির কুঁড়ি মূরছে ও-অলকে;
মেখলায়, মরি মরি, রামধনু ঝলকে
তুমি স্বপ্নের সখী বিদ্যুত্পর্ণা
ঝর্ণা!
----- সত্যেন্দ্রনাথ দত্ত -----
হাজাছড়া ঝর্ণাটি
হাজাছড়া ঝর্ণা রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক পাহাড়ি ঝর্ণা। এতো চমৎকার একটা ঝর্ণাতে যেতে তুলনামূলক পাহাড়ি পথে হাঁটার কষ্ট নাই বললেই চলে। মূল রাস্তা হতে ১৫ মিনিট ঝিরিপথ ধরে হেঁটেই পৌঁছানো যায় ঝর্ণার পাদদেশে।
হাজাছড়া নামক এলাকা হতে ঝর্ণার উৎপত্তি বিধায় এর নাম হাজাছড়া ঝর্ণা। এটি শুকনাছড়া ঝর্ণা বা দশ নাম্বার ঝর্ণা নামেও পরিচিত। ঝর্ণাটির স্থানীয় পাহাড়িদের দেয়া নাম হল চিত জুরানি থাংঝাং ঝর্ণা ; যার অর্থ মন প্রশান্তি ঝর্ণা।
বর্ষার সময় ঝর্ণার ঝিরিপথে পানি তুলনামূলক বেড়ে যায় এবং পথটি কর্দমাক্ত থাকে। শীতকালে এর পানির প্রবাহ কমে যায়।
ছবি তোলার স্থান : বাঘাইহাট, বাঘাইছড়ি, রাঙামাটি, বাংলাদেশ।
GPS coordinates : 23°16'10.5"N 92°07'51.2"E
ছবি তোলার তারিখ : ১৩/১০/২০১৬ইং
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৩