জাম, জামরুল, কদবেল। আতা, কাঠাল, নারকেল। তাল, তরমুজ, আমড়া।
কামরাঙা, বেল, পেয়ারা। পেপে, ডালিম, জলপাই। বরই দিলাম আর কি চাই?
একদা আমার ছাদে আঙ্গুর গুচ্ছ ফলিয়া ছিলো।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৬/০৪/২০১৯ ইং
এই লেখাটি ধার করা, বলছি যেটা বাদ পরা।
আম, আনারস, লিচু চাই। মিষ্টি তেঁতুল কোথায় পাই?
পাকা নারকেল কচি ডাব। কমলা, কলা, মিষ্টি গাব।
খেঁজুর, চুকাই, চালতা। জাম্বুরা আর মাল্টা।
ডেউয়া, ডুমুর, দুরিয়ান। ড্রাগনফল আর রামবুটান।
বৈঁচি, বাঙ্গী, করমচা। লটকন, লেবু, ফলসা।
নামটি যাহার বেদানা, তার ভেতরেই সব দানা।
নাসপাতি, পিচ, স্ট্রবেরী। কি-উয়ি, চেরী, ব্লাকবেরী।
আঙ্গুর, আপেল, আমলকী। পঞ্চাশটি ফল হলো কি?
সংগৃহীত
সবে রং এসেছে
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৯ ইং
শেষ পর্যন্ত ফলাফল এই।
বেশ কয়েক বছর প্রথমে যত্নে, পরে কিছুটা অযত্নে থাকার পরে ২০১৭ সালে দ্রাক্ষার দেখা পায় ইস্রাফীল।
ছবি তোলার স্থান : ইস্রাফীলের ছাদ বাগান, বাড্ডা, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১২/১১/২০১৭ ইং
ছবি তোলার স্থান : ইস্রাফীলের ছাদ বাগান, বাড্ডা, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১২/১১/২০১৭ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ফল ফলাদি - ০১
ফল ফলাদি - ০২
ফল ফলাদি - ০৩
ফল ফলাদি - ০৪
ফল ফলাদি - ০৫
ফল ফলাদি - ০৬ : তুঁত ফল
ফল ফলাদি - ০৭
ফল ফলাদি - ০৮
=================================================================
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৬