মাঝে মাঝে এক-একটা মুণ্ডের মতো পাহাড় দেখা যাইতেছে। দূরের পাহাড়গুলি ঘন নীল, যেন আকাশের নীল মেঘ খেলা করিতে আসিয়া পৃথিবীতে ধরা পড়িয়াছে;
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : থানচি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০২০ইং
কুয়াশায় ঘেরা ভাসা ভাসা সেই পাইন গাছের ফাঁকে ফাঁকে রোদ্দুর
খাদের ধারে শুয়ে শুয়ে হাতে পায় হলদে সবুজ রং
ছিলনা বালাই সময়ের
শুধু আকাশে একটা নেপালী গানের সুর
আমার পাহাড়ি ছেলেবেলার একটা গান
----- অঞ্জন দত্ত -----
ছবি তোলার স্থান : থানচি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০২০ইং
সূর্য যখন নেমে যেত নীচে
দিনের শেষে ওই পাহাড়ে পাইনশাখার পিছে,
নীল শিখরের আগায় মেঘে মেঘে
আগুনবরন কিরণ রইত লেগে,
দীর্ঘ ছায়া বনে বনে এলিয়ে যেত পর্বতে পর্বতে
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং
নির্জনবাস
ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং
পাহাড়ি পাইন বনের ধারে
ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ঐ দূর পাহাড়ের ধারে.... ০১, ঐ দূর পাহাড়ের ধারে.... ০২, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৩, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৪
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৫, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৬, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৭, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৮
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৯, ঐ দূর পাহাড়ের ধারে.... ১০, ঐ দূর পাহাড়ের ধারে.... ১১
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২২ রাত ১১:৪৩