কামরাঙা, বেল, পেয়ারা। পেপে, ডালিম, জলপাই। বরই দিলাম আর কি চাই?
ডেউয়া
অন্যান্য ও আঞ্চলিক নাম : ঢেউয়া, ডেলোমাদার, ডেউফল, ঢেউফল।
সংস্কৃত নাম : লকুচ
Common Name : Monkey Fruit, Monkey Jack, Lakoocha
Scientific Name : Artocarpus lacucha
ছবি তোলার স্থান : মালখানগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং
এই লেখাটি ধার করা, বলছি যেটা বাদ পরা।
আম, আনারস, লিচু চাই। মিষ্টি তেঁতুল কোথায় পাই?
পাকা নারকেল কচি ডাব। কমলা, কলা, মিষ্টি গাব।
খেঁজুর, চুকাই, চালতা। জাম্বুরা আর মাল্টা।
ডেউয়া, ডুমুর, দুরিয়ান। ড্রাগনফল আর রামবুটান।
বৈঁচি, বাঙ্গী, করমচা। লটকন, লেবু, ফলসা।
নামটি যাহার বেদানা, তার ভেতরেই সব দানা।
নাসপাতি, পিচ, স্ট্রবেরী। কি-উয়ি, চেরী, ব্লাকবেরী।
আঙ্গুর, আপেল, আমলকী। পঞ্চাশটি ফল হলো কি?
সংগৃহীত
উত্তাল সমীরণের দাপটে ছাদের লিচুবৃক্ষের
সবেধন দুইখানি লিচু ঝরিয়া পরিয়াছিলো মোর।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৫/২০২০ ইং
গাছ থেকে জাম নামানো হলো। এর পরেও আরো এক বল নেমেছে।
৩২ জনের বাড়িতে পাঠানোর পরে নিজের ভাগে এক বাটি ছিলো। তিনজনে খেয়ে শেষ করে ফেলেছি।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩১/০৫/২০২০ ইং
ডুমুর
ছবি তোলার স্থান : ইস্রাফীলের ছাদ বাগান, বাড্ডা, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১২/১১/২০১৭ ইং
শ্বশুর মশায়ের ছাদ বাগানের রঙীন জামরুল
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৩/০৫/২০১৬ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ফল ফলাদি - ০১
ফল ফলাদি - ০২
ফল ফলাদি - ০৩
ফল ফলাদি - ০৪
ফল ফলাদি - ০৫
ফল ফলাদি - ০৬ : তুঁত ফল
ফল ফলাদি - ০৭
ফল ফলাদি - ০৮
=================================================================
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৩