জাম, জামরুল, কদবেল। আতা, কাঠাল, নারকেল। তাল, তরমুজ, আমড়া।
কামরাঙা, বেল, পেয়ারা। পেপে, ডালিম, জলপাই। বরই দিলাম আর কি চাই?
লাল পেয়ারা
খবই ছোট সাইজের হয় এই পেয়ারা গুলি। তবে যেমনি তার রূপ তেমনি তার স্বাদ,, সেই সাথে চমৎকার সুবাস।
ছবি তোলার স্থান : ইস্রাফীলের ছাদ বাগান, বাড্ডা, ঢাকা।
ছবি তোলার তারিখ : ২১/০৭/২০১৮ ইং
এই লেখাটি ধার করা, বলছি যেটা বাদ পরা।
আম, আনারস, লিচু চাই। মিষ্টি তেঁতুল কোথায় পাই?
পাকা নারকেল কচি ডাব। কমলা, কলা, মিষ্টি গাব।
খেঁজুর, চুকাই, চালতা। জাম্বুরা আর মাল্টা।
ডেউয়া, ডুমুর, দুরিয়ান। ড্রাগনফল আর রামবুটান।
বৈঁচি, বাঙ্গী, করমচা। লটকন, লেবু, ফলসা।
নামটি যাহার বেদানা, তার ভেতরেই সব দানা।
নাসপাতি, পিচ, স্ট্রবেরী। কি-উয়ি, চেরী, ব্লাকবেরী।
আঙ্গুর, আপেল, আমলকী। পঞ্চাশটি ফল হলো কি?
সংগৃহীত
ছাদের গাছের শেষ ৫ খানি টক কমলা। যাদের মাথায় উকুন আছে তারা একটা কমলা খেলে উকুন গুলি সব আত্মহত্যা করবে।
বাসার কেউ খায়না এই বস্তু। তাই আমি সব কটির রস চিপে নিয়ে প্রচুর চিনি আর জল মিশিয়ে সরবত বানিয়ে গিলে ফেলি।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২২/০১/২০১৯ ইং
ডে ফল
হুম ইহা ডেউয়া বা কাউ ফল নহে, ইহার নাম ডে।
ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেনে অর্ধপক্ক ডে ফল খাইয়া অক্কা না পাইলেও ঝটকা পাইয়াছিলাম। ইহা অতিব টক। বলা হইয়া থাকে ডে ফল খাইবার পরে মিষ্টি নারিকল খাইলেও নারিকল টক লাগে।
Common Names : Egg Tree, Gamboge Tree, Sour Mangosteen, Himalayan Garcinia, False Mangosteen, Camboge, Mundu
Scientific name : Garcinia xanthochymus
ছবি তোলার স্থান : ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেন, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৮/১২/২০১৭ ইং
আমাদের উত্তর বাড্ডায় একটি বেশ বড় অ্যাভোকাডো গাছ আছে। প্রচুর ফলও হয়।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৭/০৫/২০১৯ ইং
আমড়া
Hog Plum
ছবি তোলার স্থান :রাজবাড়ী, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/১১/২০১৮ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ফল ফলাদি - ০১
ফল ফলাদি - ০২
ফল ফলাদি - ০৩
ফল ফলাদি - ০৪
ফল ফলাদি - ০৫
ফল ফলাদি - ০৬ : তুঁত ফল
ফল ফলাদি - ০৭
ফল ফলাদি - ০৮
=================================================================
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৪২