সামান্য ঘুরে বেড়াবার ব্যারাম আছে আমার। বেড়ার সময় সুযোগ মতো স্মৃতি ধরে রাখার জন্য কিছু ছবিও তুলে রাখি আমি। নানান সময় দেশে বা দেশের বাইরে দুই-একটি পাহাড়ি এলাকায় যাবার সুযোগ হয়েছে। সেই সব পাহাড়ি ছবি থেকে ৫টি ছবি রইলো এখানে।
পাহাড়ের দেশে
পাহাড়িয়াদের বেশে।
আমার মনটা হেসে।
বেড়ায় কেবল ভেসে ভেসে॥
----- বিলেশ্বর গড়াই -----
কোথায় পাহাড় সে কোনখানে,
তাহার নাম কি কেহই জানে?
কেহ যেতে পারে তার কাছে?
সেথায় মানুষ কি কেউ আছে?
----- বরীন্দ্রনাথ ঠাকুর -----
…ও পাহাড়…ও পাহাড়…
দেখা হবে কবে আবার…
বুঝি জীবনের নিশি রাতে
…ও পাহাড় তোমার সাথে?
----- বিলেশ্বর গড়াই -----
পাহাড়-চুড়া সাজে
নীল আকাশের মাঝে,
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই।
ওই পাহাড়ের ঝর্না আমি, ঘরে নাহি রই
----- কাজী নজরুল ইসলাম -----
ছবি তোলার স্থান : থানচি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০২০ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ঐ দূর পাহাড়ের ধারে.... ০১, ঐ দূর পাহাড়ের ধারে.... ০২, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৩, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৪
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৫, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৬, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৭, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৮
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৯, ঐ দূর পাহাড়ের ধারে.... ১০, ঐ দূর পাহাড়ের ধারে.... ১১
=================================================================