বোটানিকাল চিত্রকর Sydenham Edwards ১৮১৫ সালে “The Botanical Register” নামে একটি সচিত্র উদ্যানতত্ত্ব ম্যাগাজিন (illustrated horticultural magazine) চালু করেন। ১৮১৯ সালে তার মৃত্যুর আগে পাঁচটি খণ্ড সম্পাদনা করে তিনি প্রকাশ করতে পেরেছিলেন।
এডওয়ার্ডসের মৃত্যুর পরে প্রকাশক James Ridgeway-এর সম্পাদনায় ১৮২০ সাল থেকে ১৮২৮ সাল পর্যন্ত পরবর্তী ৯টি খণ্ড (৬ষ্ঠ খণ্ড থেকে ১৪তম খণ্ড পর্যন্ত) বের হয়।
১৮২৯ সালে John Lindley সম্পাদক নিযুক্ত হন। তিনি এই সিরিজটিকে নাম করণ করেন “এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার” (Edwards's Botanical Register) নামে।
১৮৪৭ সালে এই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার আগে আরো ১৯টি খণ্ড বের হয়। সব মিলিয়ে ৩৩টি খণ্ড প্রকাশিত হয়।
১ম খণ্ড প্রকাশ হয় ১৮১৫ সালে। ১ থেকে ৯০ পর্যন্ত মোট ৯০ টি ফুলের ছবি স্থান পেয়েছিলো সেখানে।
আমি ১০টি করে ছবি দিয়ে একটি করে পর্ব আকারে শেয়ার করবো। মোট ৩৩টি খণ্ডে সবগুলি ছবিই শেয়ার করার ইচ্ছে রইলো।
১।
Scientific Name : Jasminum sambac
Common Name : Arabian jasmine, Sambac jasmine.
বাংলা নাম : বেলি, বেলী।
২।
Scientific Name : Gnidia oppositifolia L
Common Name : Streamside Saffronbush, Buttonhole Saffronbush.
বাংলা নাম : (জানা নাই।)
৩।
Scientific Name : Correa baeuerlenii
Common Name : Chef's-hat Correa
বাংলা নাম : (জানা নাই।)
৪।
Scientific Name : Chrysanthemum indicum
Common Name : Indian chrysanthemum, indian Marygold
বাংলা নাম : চন্দ্রমল্লিকা
৫।
Scientific Name : Witsenia marua
Common Name : Witseaia, downy-flowered
বাংলা নাম : (জানা নাই।)
৬।
Scientific Name : Erica filamentosa
Common Name : Long peduncled Heath
বাংলা নাম : (জানা নাই।)
৭।
Scientific Name : Coreopsis incisa
Common Name : Coreopsis, cut-leaved Coreopsis
বাংলা নাম : (জানা নাই।)
৮।
Scientific Name : Liparia hirsuta
Common Name : Hairy Yellow Pea
বাংলা নাম : (জানা নাই।)
৯।
Scientific Name : Ipomoea sanguinea
Common Name : Iponnea, blood -flowered
বাংলা নাম : (জানা নাই।)
১০।
Scientific Name : Erigeron glaucus
Common Name : seaside fleabane, beach aster, or seaside daisy
বাংলা নাম : ডেইজি
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২৮