বেড়াবার সবচেয়ে আকর্ষণীয় যায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সমূদ্র সৈকত। কখনো কখনো আমারও সুযোগ হয় বেড়াতে যাবার। যখনই সমূদ্রের ধারে বেড়াতে গেছি তখনই সৈকতের ছবি তুলেছি। সেই সমস্ত সৈকতের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সমূদ্র-সৈকতের সেই সব ছবি থেকে ৫টি রইলো এখানে।
নির্জন সৈকতে
ছবি তোলার স্থান : কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং
আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে
নীলজল দিগন্ত
ছুঁয়ে এসেছো....
ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং
সাগরের সৈকতে, কে যেন দূর হতে
আমারে ডেকে ডেকে যায় আয়, আয়, আয়
পারিনা তবু যেতে, শেকল বাধা এই দুটি পায়......
ছবি তোলার স্থান : ছেড়াদ্বীপ, সেন্টমার্টিন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০১/২০১২ ইং
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত…
ছবি তোলার স্থান : কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং
কোরাল দ্বীপের সৈকত
ছবি তোলার স্থান : কোরাল দ্বীপ, পাতায়া, থাইল্যান্ড।
ছবি তোলার তারিখ : ২০/১২/২০১০ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সমূদ্র-সৈকতে - ০১, সমূদ্র-সৈকতে - ০২, সমূদ্র-সৈকতে - ০৩, সমূদ্র-সৈকতে - ০৪, সমূদ্র-সৈকতে - ০৫
সমূদ্র-সৈকতে - ০৬, সমূদ্র-সৈকতে - ০৭, সমূদ্র-সৈকতে - ০৮, সমূদ্র-সৈকতে - ০৯
=================================================================