হুমায়ূন আহমেদের বইগুলির সবচেয়ে আকর্ষণীয় দিক যেটা আমার কাছে মনে হয় তা হচ্ছে “এপিগ্রাম”। বই পড়ার সময় এপিগ্রাম গুলি সহজাত ভাবেই আমার চোখে পড়ে, আর সেগুলিকে আলাদা করে টুকে রাখাটা আমার স্বভাব। শত শত বইয়ের এপিগ্রাম দুটি ডায়রিতে লেখা আছে। এখনও বই পড়ার সময় এই অভ্যাস নিরবে কাজ করে যায়। তারই ফল এই লেখাগুলি। এখানে আজ হুমায়ূন আহমেদের লেখা "অনিল বাগচীর একদিন" বইটির এপিগ্রাম শেয়ার করবো।
১। Cowards die many times before their death.
২। ভীতুদের মৃত্যুর আগেই অনেকবার মৃত্যুবরন করতে হয়।
৩। যে কোন ভাল জিনিস দেখার জন্য কষ্ট করতে হয়।
৪। মেয়ে হয়ে জন্মালে অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়।
৫। মায়েরা সন্তানের জন্য অসীম ভালোবাসা নিয়ে আসেন।
৬। এই পৃথিবীতে সবই নশ্বর কিছুই টিকে থাকে না কেবল ভালোবাসা টিকে থাকে।
৭। ন নর্মযুক্তং বচনং হিনস্তি
ন স্ত্রীষু রাজন্ বিবাহকালে।
প্রাণাত্যয়ে সর্বধনাপহারে
পঞ্চনৃতান্যাহুরপাতকানি।।
অর্থ- পরিহাসে, স্ত্রীলোকের মনোরঞ্জনে, বিবাহকালে, প্রাণসংশয়ে এবং সর্বস্ব নাশের সম্ভাবনায়, এই পাঁচ অবস্থায় মিথ্যা বললে পাপ হয় না।
৮। ঘোড়ার নালের জন্য পেরেক না থাকার কারণে রাজ্য হারাতে হয়।
৯। ইশ্বর মানুষকে পরিপুরক গুনাবলী দিয়ে পাঠান।
১০। বেঁচে থাকাটা জরুরি।
১১। ইচ্ছে করে রিস্ক নেয়াটা বোকামী।
১২। মার স্মৃতি শাড়িতে থাকে না। মার স্মৃতি থাকে অন্তরে।
১৩। মানুষের চরিত্র বোঝা খুব কঠিন।
১৪। টেনশনের সময় ক্ষুধা বেশি পায়।
১৫। সাধারনত একটা কাক ডাকলে ১০ টা কাক এসে হাজির হয়।
১৬। সব গাছেরই কিছু নিজস্ব রহস্য থাকে।
১৭। অপেক্ষারও আনন্দ আছে।
১৮। সৌন্দর্যের একটা অংশ থাকে কখনোই যার ছবি আঁকা যায় না
১৯। মঙ্গলময় ঈশ্বর তাহার বিরাট জগতের প্রতিটি জীবের কথা ভাবেন। আমাদেরও উচিত তাহার কথা ভাবা।
২০। জান বাঁচাবার জন্য মিথ্যা কথা বলায় দোষ নাই।
২১। বিপদে মিথ্যা বলার নিয়ম আছে।
২২। যুদ্ধে অতি তুচ্ছ ব্যাপারও অবহেলা করতে নেই।
২৩। একজন পিতাই তার সন্তানকে সঠিক চিনতে পারেন। মা পারেন না। কারণ মা মমোতায় আচ্ছন্ন হন। পিতা হন না।
২৪। মন বিগড়ে গেলে শরীরকে কষ্ট দিয়ে মন ঠিক করতে হয়।
২৫। ভয়ংকর সময়েও ক্ষুধা নামক বিষয়টি মানুষের সঙ্গো ছাড়ে না।
২৬। সবচেয়ে দুঃখের সময় আনন্দময় কল্পনা করতে হয়।
২৭। ভীতু মানুষকে আরো বেশী ভয় পায়িয়ে দেওয়ার প্রবনতা মানুষের মজ্জাগত
=========================
আমার লেখা অন্যান্য এপিগ্রাম সমূহ:
হুমায়ূন আহমেদ
১৯৭১
অচিনপুর
অয়োময়
অদ্ভুত সব গল্প
আজ দুপুরে তোমার নিমন্ত্রণ
হিমু এবং একটি রাশিয়ান পরী
সুনীল গঙ্গোপাধ্যায়
ভয়ংকর সুন্দর
পাহাড় চূড়ায় আতঙ্ক
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৭