ফুলের নাম : দেবকাঞ্চন
অন্যান্য নাম : রাঙ্গা কাঞ্চন, রাঙা কাঞ্চন।
ইংরেজি ও কমন নাম : Orchid Tree, Hong Kong Orchid Tree, Purple Bauhinia, Camel's Foot, Butterfly Tree, Hawaiian Orchid Tree ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Phanera purpurea
আদিভূমি : চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া।
গাছের ধরন : দেবকাঞ্চন ছোট থেকে মাঝারি আকারের অর্ধ-চিরসবুজ গাছ, মাথা ছড়ান।
গাছের উচ্চতা : ১৫ থেকে ২৫ ফুট পর্যন্ত উচু হতে পারে।
গাছের বৃদ্ধির হার : দ্রুত বর্ধনশীল গাছ।
গাছে কাঁটা : নেই।
ফুল : অসমান ও লম্বাটে ৫টি মুক্ত পাপড়ি থাকে।
ফুল ফোটার সময় : ফোটে হেমন্তে ও শীতে।
ফুল ফুটার ধরন : কয়েকটি ফুল একত্রে একটি ডাঁটায় ফুটে, সারা গাছ ভরে যায় ফুলে।
ফুলের রং : সাদা, লালচে গোলাপী, হাল্কা গোলাপী।
ফুলের ঘ্রান : সুগন্ধি যুক্ত।
ফল : সবুজ লম্বাটে শিমের মত ফল ধরে। ১২-১৬ টি বীজ থাকে।
পাতা : হৃদয় আকৃতির মাঝারি সাইজের পাতা।
আকর্ষিত হয় : পাখি।
ছবি তোলার স্থান : সংসদভবন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ২৯/১২/২০১৭ ইং
আরো কিছু তথ্য : অনেকই রক্তকাঞ্চন ফুলকে দেবকাঞ্চনের সাথে মিলেয়ে ফেলে। দুটি আলাদা করার সবচেয়ে সহজ জিনিস হচ্ছে ফুল ফুটার সময়। দেবকাঞ্চন ফুটে হেমন্ত ও শীতে। এই সময় রক্তক্ঞ্চন ফুটে না। আর দ্বিতীয়টি হচ্ছে ফুলের পাপড়ি। দেবকাঞ্চনের পাপড়ি মুক্ত, আর রক্তকাঞ্চনের পাপড়ি একটার উপরে আরেকটি উঠে আসে।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭