গতকাল ভোড় ৫ টায় বাড়ি থেকে বেরিয়ে ফিরেছি রাত ১২টা ১৫ মিনিটে। সারা দিন বেড়িয়েছি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনার দিকে দিকে। গোটা দশেক হেরিটাজ সাইট দেখার সুযোগ হয়েছে। যেমন -
১। হরশী শাহী জামে মসজিদ।
২। আঠার বাড়ি জমিদার বাড়ি। [কলেজ ভবন]
৩। আঠার বাড়ি জমিদার বাড়ি।
৪। আঠার বাড়ি শিব মন্দির।
৫। রোয়াইলবাড়ী পূরাকীর্তি। [ মসজিদের ভূমি নকসা]
৬। ধলা জমিদার বাড়ি
৭। ধর্মরাজ স্মৃতিমন্দির
৮। নাম না জানা একটি মঠ [তালজাঙ্গা জমিদার বাড়ী]
৯। তালজাঙ্গা জমিদার বাড়ী
১০। তালজাঙ্গা জমিদার বাড়ীর কাছে একটি প্রাচীন মসজিদ
১১। ঈশা খাঁর জঙ্গলবাড়ি
১২। ঈশা খাঁর জঙ্গলবাড়ির সামনে মসজিদ
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০১